কুয়েটের আন্দোলনে সংহতি জানিয়ে যবিপ্রবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

যবিপ্রবি শিক্ষার্থীরা মানববন্ধন
যবিপ্রবি শিক্ষার্থীরা মানববন্ধন  © টিডিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে একাত্মতা ঘোষণা করে যবিপ্রবি শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ ছাড়া বিভিন্ন বিভাগে ক্লাস পরীক্ষা বর্জনের ঘটনাও ঘটেছে।

আজ বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যশোর-চৌগাছা মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ভিসি মাসুদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘দালাল ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কুয়েট তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই’, ‘এক, দুই, তিন, চার ভিসি মাসুদ তুই গদি ছাড়’, ‘দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’, ‘স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘এই মুহূর্তে খবর এলো কুয়েট ভিসি পালিয়ে গেল’,  ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন’, ‘দিল্লি না খুলনা? খুলনা খুলনা’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: সবচেয়ে বেশি বই পড়েন যুক্তরাষ্ট্র ও ভারতীয়রা, বাংলাদেশিদের পরিমাণ নগণ্য

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই আন্দোলনের পরে আমরা কুয়েটের উপাচার্য মাসুদের মতো একজন স্বৈরাচার চাই না। কুয়েট প্রশাসন আন্দোলনকারী ৩৭ জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করেছে। যারা একসময় জুলাই আন্দোলনের সৈনিক ছিল, আজ তারাই অধিকার আদায়ে অনশন করতে বাধ্য হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে, তারা না খেয়ে দিন পার করছে। কিন্তু তাদের পক্ষে উপাচার্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ রকম উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। অবিলম্বে এ রকম উপাচার্যকে পদত্যাগ করতে হবে। যদি আপনি আমাদের ভাইদের দাবি মেনে নিয়ে পদত্যাগ না করেন তাহলে আমরা মার্চ ফর কুয়েট কর্মসূচি গ্রহন করব।’

শিক্ষার্থীরা কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করে আর ও বলেন, উপাচার্যকে অপসারন না করা হলে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!