চুয়েটে কাঠামো, নকশা তৈরী ও দক্ষতা প্রদর্শনীর প্রতিযোগিতা 

১৯ এপ্রিল ২০২৫, ১২:১৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
দিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব

দিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব "দ্যা ওডিসি-২০২৫" © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রতিযোগিতামূলক উৎসব "দ্যা ওডিসি-২০২৫"। আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ারস (এএসসিই) চুয়েট শাখা কর্তৃক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের নানা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬০০ শিক্ষার্থী এতে অংশ নেন।

প্রতিযোগিতায় আয়োজিত বিভিন্ন সেগমেন্টের মধ্যে অটোক্যাড কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ট্রাস ও কেস কম্পিটিশন অন্যতম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে সর্বমোট এক লক্ষ দশ হাজার টাকা অর্থমূল্যের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়। 

প্রতিযোগিতার প্রথম দিনে পোস্টার প্রেজেন্টেশন, কেস ও অটোক্যাড কম্পিটিশনের আয়োজন করা হয়। এছাড়া বিকালের দিকে ট্রাসের শক্তিমত্তা পরীক্ষা করা হয়।
এর আগে বেলা বারোটার দিকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই উৎসবটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। 

তিনি বলেন, পৃথিবীতে পুরকৌশলের গুরুত্ব অনেক। সেজন্য বিশ্বজুড়ে শিক্ষার্থীদের মাঝে এর চাহিদাও অনেক বেশি। আমি সেজন্য সংশ্লিষ্টদের সবাইকে অনুরোধ করব, সমাজে অগ্রসর হিসেবে সবার প্রতি নিজেদের দ্বায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে। আজকের প্রতিযোগিতার আয়োজনও আমি সেই চিন্তা-চেতনার প্রতিফলন মনে করি। এই প্রতিযোগিতা অনেক বড় একটি সুযোগ। যারা আয়োজন করেছে তাঁদের সকলকে ও অংশগ্রহণকারীদেরকে আমি শুভকামনা জানাই। আর আমি এই প্রতিযোগিতার সাফল্য কামনা করি। 

সংগঠনটির অনুষদ উপদেষ্টা ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়েশা আখতার বলেন, প্রথমবারের মতো ৪ ধাপে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। ২০২৪ এর ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত অনেক আলোচনা হয়েছে কিভাবে এই অনুষ্ঠানকে সবচেয়ে সুন্দর করা যায়। অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা প্রতিনিধিদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করব, যেন একসাথে কাজ করা যায়। আইডিয়ার আদান-প্রদান হয়। গত ৪ বছরে এএসসিই ধাপে ধাপে অনেক উন্নতি করেছে। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করলে আমরা সহজে এগিয়ে যেতে পারবো।

অংশগ্রহণকারী শিক্ষার্থী চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম হাওলাদার বলেন, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট কর্তৃক আয়োজিত এটিই প্রথম কোনো জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। সবকিছু অনেক সুন্দরভাবে আয়োজিত হয়েছে দেখে বেশ ভালো লাগছে। এই প্রতিযোগিতা বাংলাদেশের মধ্যে চুয়েটের প্রতিনিধিত্ব করেছে। আশা করি, সামনের দিনগুলোতেও তারা এরকম সুন্দর আয়োজন করে যাবে।

আরেক প্রতিযোগী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিদা চৌধুরী প্রিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এএসসিই স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট-এর "দি ওডিসি-২০২৫" এ অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে। আমি এই প্রথম বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। এখানে এসে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে।

প্রসঙ্গত, দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় টেকনিক্যাল সেমিনার ব্যবস্থা। সবশেষে, বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে পর্দা নামবে এ উৎসবের।

নতুন পে স্কেলের বেতন ও ভাতা নিয়ে ১৫ প্রশ্ন ও উত্তর
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যাওয়া পথে জুলাই শহীদের বাবার ম…
  • ২২ জানুয়ারি ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বসন্তকালীন সেমিস্টারের নবীনবরণ …
  • ২২ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবি শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপির তিন গুণ নিরাপত্তা তাদের দিন: তারেক রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
বিপিএল ফাইনালে ট্রফি উন্মোচন নিয়ে থাকছে চমক
  • ২২ জানুয়ারি ২০২৬