ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আবিপ্রবিতে মানববন্ধন
- আবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ PM

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) এ মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আবিপ্রবি হয়ে নাবিস্কো হয়ে কলোনি বাজার দিয়ে আবার ক্যাম্পাসে আসে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী এলাহী মাশরাফি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ফিলিস্তিন হলো মুসলিম বিশ্বের কেবলা। সেখানে এত বছর ধরে অহিংস হত্যাযজ্ঞ চালানো হয়েছে, আর মুসলিম বিশ্বের নেতারা চুপ। বাংলাদেশ সরকারের কাছে আবেদন, এ রকম মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করুন।’