মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিলে সকল ছাত্র সংগঠন 

১৯ মার্চ ২০২৫, ১০:৩২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
ছাত্রদল মাভাবিপ্রবি শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

ছাত্রদল মাভাবিপ্রবি শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়  দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৯ মার্চ) ক্যাম্পাস্থ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিষ্ঠিত শাহ্ নাসির উদ্দীন বোগদাদী ইয়াতিম খানা প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখার আয়োজনে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা এতিমখানার শিশুদের সঙ্গে ইফতার করেন এবং তাঁদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ভাসানী সংগ্রাম পরিষদ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।‌ আরো উপস্থিত  ছাত্রদল টাঙ্গাইল জেলার সদস্য সচিব এম.এ. বাতেন ও যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা।

এসময় সিনিয়র ছাত্রদল নেতা ফোরকান হোসেন বলেন, ‘রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসটি ছোট, তাই এর সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজন হলে সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

আরেক ছাত্রদল নেতা সালাউদ্দিন বলেন, ‘আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে  আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তারই প্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয় ।এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ও শিক্ষার্থী  কল্যাণে সবসময় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।’

ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিশেষভাবে, এই আয়োজনটি এতিম শিশুদের সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা আমাদের মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।’

তিনি আরো বলেন, ‘এটি কেবল ছাত্রদলের একক আয়োজন নয়; বরং ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনকে সম্পৃক্ত করে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। সর্বোপরি, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের এবং গর্বের বিষয়।’

পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ সফল হলে দেশের নাম ইতিহাসে লেখা হব…
  • ২১ জানুয়ারি ২০২৬
যেসব জেলায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9