শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে: পিবিপ্রবি উপাচার্য

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM
অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম © টিডিসি ফটো

একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে বলে মন্তব্য করেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম । আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি মহিলা কলেজে ) দুদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সকাল ১০টায় তিনি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. শহীদুল ইসলাম বলেন, ‘সাহিত্য ও সংস্কৃতি আমাদের বাঙালি জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের চিন্তা-চেতনাকে প্রসারিত করে, মননকে সমৃদ্ধ করে ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। মেয়েদের জন্য বিশেষ করে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা আরও বেশি দরকার। কেননা একজন শিল্প-সংস্কৃতিমনা মা একটি উন্নত সমাজ উপহার দিতে পারে।’

পিবিপ্রবি উপাচার্য আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে ১৩২ জন শিশু-কিশোর এবং ১১ জন নারী শহীদ হয়েছেন। আমরা দেখেছি, ছাত্র-জনতার মিছিলে নারীরা কীভাবে নেতৃত্ব দিয়েছে। এ ছাড়া আরও বিভিন্ন জায়গায় আমরা দেখি নারীদের নেতৃত্ব, নারীরা অনেক সাহসী ভূমিকা পালন করছে। মেয়েরা যে আমাদের সমাজের অংশ, এটা যেন আমরা ভুলে না যাই। মেয়েরা যেন কোনোভাবে পিছিয়ে না যায় এজন্য আমরা যে যেভাবে পারি, নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো।’

তিনি পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মেডিকেল কলেজসহ অন্যান্য জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফলের আশাবাদ ব্যক্ত করেন। তিনি সফলতার জন্য শিক্ষার্থীদের নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর-এর অধ্যক্ষ পান্না লাল রায় ও দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিপিএল ফাইনাল মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
ভারত আমাদের গোলাম বানিয়ে রাখতে চায়: মেজর হাফিজ
  • ২৩ জানুয়ারি ২০২৬
তিন মাসে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাচালানির মালামাল জব্দ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬