বর্ণাঢ্য আয়োজনে শাবিপ্রবিতে বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

শাবিপ্রবির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়
শাবিপ্রবির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়  © টিডিসি ফটো

উৎসবমুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা। পতাকা উত্তোলনের পর আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবন-১ এ এসে সমাবেশে মিলিত হয়। পরে বেলুন উড়ানো এবং কেক কাটা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আজকে সত্যিই একটি আনন্দের দিন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।’

আরো পড়ুন: নতুন নিয়মে প্রকাশিত হবে জবি ভর্তির ফল

তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে তোলা হবে। সে জন্য সবার সহযোগিতাতা কামনা করছি।’ শাবিপ্রবিকে শিক্ষা ও গবেষণা ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে বলেও আশ্বাস দেন তিনি। 

উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তী উচ্চ শিক্ষার স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠান হিসেবে দুটি পাতার একটি কুঁড়ির পুণ্যভূমিতে ৩২০ একর জায়গা নিয়ে ১৯৯১ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতে তিনটি বিভাগে ১৩ জন শিক্ষক ও ২০৫ জন শিক্ষার্থী ছিলেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির সাতটি অনুষদের অধীনে ২৮টি বিভাগ, দুটি ইনস্টিটিউশন, চারটি অনুমোদিত (অ্যাফিলিয়েটেড) মেডিকেল কলেজ এবং একটি অনুমোদিত  ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এখন পাঁচ শতাধিক শিক্ষক ও ১২ হাজারের বেশি ছাত্র-ছাত্রী রয়েছেন এই ক্যাম্পাসে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence