প্রথমবারের মতো কোর্স ইম্প্রুভমেন্ট চালু করল শাবিপ্রবি

১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো কোর্স ইম্প্রুভমেন্ট ব্যবস্থা চালু করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউট থেকে কোর্স রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে নির্ধারিত ফি জমা দিয়ে তা আগামী ১২ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে পারবেন। নিয়ম অনুযায়ী, প্রতি ক্রেডিটের তত্ত্বীয় ফি নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা, যা সোনালী ব্যাংকের এসটিডি-৬ হিসাব নম্বরে জমা দিতে হবে।  

ইম্প্রুভমেন্ট পরীক্ষার শর্ত হিসেবে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী কোনো কোর্সে বি- (২.৭৫) বা তার কম গ্রেড পেয়েছেন, শুধু তারাই এ সুযোগ পাবেন। তবে একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইটি তত্ত্বীয় কোর্সে এবং কেবল একবারই ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন।

ভাষানটেকে তারেক রহমানের জনসভা শুরু
  • ২৩ জানুয়ারি ২০২৬
সন্তানকে হত্যার পর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দামের…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঘোষণা দিলে ঢাকায় জামায়াতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না:…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তার মৃত্যু ঘিরে রহস্য
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘জাতীয় সংসদ নির্বাচন ডাকসু-চাকসু-রাকসুর মতো হবে’
  • ২৩ জানুয়ারি ২০২৬
স্কুল ছাত্রকে নির্যাতনের মামলায় সেই ব্যবস্থাপক পবিত্র কুমার…
  • ২৩ জানুয়ারি ২০২৬