আন্দোলন প্রত্যাহার ঘোষণা পবিপ্রবি শিক্ষার্থীদের

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন © সংগৃহীত

সঠিক বিচার ও প্রতিশ্রুতির ভিত্তিতে একাডেমিক কার্যক্রম বন্ধসহ সব ধরনের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পবিপ্রবির এএনএসভিএম অনুষদের ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এক স্থানীয় ব্যক্তি কর্তৃক এক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন এবং ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসে শিক্ষার্থীরা। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. জিল্লুর রহমান, সহকারী প্রক্টর ডা. আনোয়ার জাহিদ, অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল কবির, হল প্রভোস্ট অধ্যাপক ড. সাইদুর রহমান, কুলসুম বেগমসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অভিযুক্ত ব্যক্তি মিঠু শিক্ষার্থীদের সামনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এয়ারপোর্ট থানার ওসির বরাবর একটি মুচলেকা দেন এবং তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের উপস্থিতিতে আলোচনায় অভিযুক্ত মিঠু প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। আমাদের মূল দাবিগুলো পূরণ হওয়ায় আমরা সব আন্দোলন প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘এ সময় দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬