বুয়েটের সিদ্ধান্ত নিয়ে যা বললেন আবরার ফাইয়াজ

আবরার ফাইয়াজ
আবরার ফাইয়াজ  © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বেশ কিছু পরিবর্তন সূচিত হয়েছে। পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ‘গত ২৪ ঘণ্টায় বুয়েট’ শিরোনামে ৪টি পরিবর্তনের কথা তুলে ধরেছেন। দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার পোস্ট হুবুহু তুলে ধরা হলো:

গত ২৪ ঘণ্টায় বুয়েটে
১. শিক্ষার্থীদের পক্ষ থেকে বুয়েট কেন্দ্রীয় লাইব্রেবির নাম পরিবর্তন করে ‘শহীদ আবরার ফাহাদ লাইব্রেরি’ করা হয়েছে। (যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও নামকরণ নিয়ে সম্মতি জানায়নি।)
২. ছাত্রলীগের ৮ জনকে আজীবন বহিষ্কার ও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে ববহিষ্কার করা হয়েছে। সাথে ৩৪ জনকে সতর্ক করা হয়েছে, যাদের মধ্যে ৩২জনের হলের সিট পূর্বেই বাতিল করা হয়েছে।
৩. সিন্ডিকেট থেকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ নামক ছাত্রীহলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতা হল’ নামকরণ করা হয়েছে।
৪. পলাশিতে অবস্থিত ইসিই ভবনের নামফলক থেকে শেখ হাসিনার নাম মুছে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence