ছাত্রলীগের বিচারের দাবিতে পাবিপ্রবি ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’

গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পাবিপ্রবি শাখা ছাত্রদলের
গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পাবিপ্রবি শাখা ছাত্রদলের  © টিডিসি ফটো

ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী ও জুলাই আন্দোলনের গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পাবনা শহরের টেলিফোন ভবন সামনে থেকে মিছিল বের করে এ কর্মসূচি পালিত হয়।

এসময় তারা দাবি করে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে পাবিপ্রবিসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করতে হবে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক একরামুল হক লিমন, সদস্য সচিব মীর সানজিদ প্রান্ত, যুগ্ম আহবায়ক ফসিউল হক ইমন, আমিরুল ইসলাম আবির, মঈন আলী, কে এম তরিকুল ইসলাম এবং শেখ মুজিব হলের সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence