শাবিপ্রবিতে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালিত
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৮ PM

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এক র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক হলের প্রভোস্টরা।
উপাচার্য বলেন, ‘জাতিকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে গ্রন্থাগার সমৃদ্ধ করতে হবে এবং সবাইকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।’