শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘বিজয়-২৪’

৩০ জানুয়ারি ২০২৫, ১০:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১২ AM
শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘বিজয়-২৪’

শাবিপ্রবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘বিজয়-২৪’ © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছে ‘বিজয়-২৪ হল’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয়-২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচি বিরুদ্ধে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে হলে গিয়ে নামের ব্যানার টানায় তারা।

এসময় শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের ঠিকানা, এ বাংলায় হবে না’, ‘হই হই রই রই, ছাত্রলীগ গেলো কই’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুরিয়ে দাও’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার লক্ষ্য ছিল এ দেশে পরিবারতন্ত্র কায়েম করা। দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহিদ ও আহত ভাইদের স্মরণে 'বিজয়-২৪' নামকরণ করেছি।’

তারা আরও বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি। 

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬