চার মাসেও মেলেনি পরীক্ষার ফল, নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

মানববন্ধন
মানববন্ধন  © টিডিসি ফটো

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৪০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার বাধ্যবাধকতা থাকলেও ১২০ দিন অর্থাৎ চার মাসেও ফলাফল পায়নি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীরা। ফলে চাকরিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তারা।   

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত ফলাফলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেন। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হকের কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি  তুলে দেন। এসময় উপ-উপাচার্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।  

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন একাডেমিক সমস্যার সম্মুখীন হচ্ছি। একাধিক কারণে আমাদের শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে, যা আমাদের একাডেমিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এই সংকট দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়বে। আশাকরি প্রশাসন আমাদের এই যৌক্তিক দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। 

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো- ফলাফল দ্রুত প্রকাশ: দীর্ঘদিন ধরে আটকে থাকা পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করতে হবে, যাতে শিক্ষার্থীরা তাদের পরবর্তী একাডেমিক পরিকল্পনা নির্ধারণ করতে পারে। শিক্ষক সংকট নিরসন: বিভাগে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট সমাধান করতে হবে, যাতে মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ক্লাস সংকট সমাধান: নির্ধারিত রুটিন অনুসারে পর্যাপ্ত শ্রেণিকক্ষের ব্যবস্থা করতে হবে, যাতে ক্লাস পরিচালনায় কোনো বিঘ্ন না ঘটে। ল্যাব ফ্যাসিলিটি বৃদ্ধি: ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে ল্যাব সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে হবে, যাতে শিক্ষার্থীরা গবেষণা ও প্র্যাকটিক্যাল ক্লাস নির্বিঘ্নে করতে পারে। একাডেমিক ক্যালেন্ডার ও রুটিন অনুসরণ: নতুন সেমিস্টারের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার ও রুটিন অনুযায়ী ক্লাস, ক্লাস টেস্ট এবং সেমিস্টার পরীক্ষা যথাযথভাবে পরিচালনা করতে হবে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী খালেদ মাহমুদ ফুয়াদ বলেন, আমাদের গত বছর ৩ অক্টোবর পরীক্ষা হয়েছে যার ফলাফল ৪০ দিনের ভেতর দেওয়ার কথা থাকলেও প্রায় ১২০ দিন হলেও আমাদের ফলাফল আমরা পাইনি। আমাদের শিক্ষার্থীরা কোথাও আবেদন করতে পারছিনা। আমরা চাই আমাদের ফলাফল দ্রুত দিক। যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিব।

একই বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ বলেন, আমাদের ৭ টা ব্যাচের জন্য মাত্র শিক্ষক ৪ জন। যদিও কাগজে কলমে ৮ জন শিক্ষক রয়েছে। এরমধ্যে তিনজন উচ্চ শিক্ষার জন্য দেশের বাহিরে আছেন একজন মাতৃত্বকালীন ছুটিতে আছে। এতে করে রইলো মাত্র চার জন শিক্ষক। এই ৪ জন শিক্ষক দিয়ে এতগুলো ব্যাচ কেমনে সম্ভব। অন্যদিকে মাত্র দুইটা ক্লাস রুম ফলে আমাদের ক্লাস করতেও সমস্যা হচ্ছে।  আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।

এদিকে স্মারকলিপি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. রেজুয়ানুল হক বলেন, আমার কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছেন। তাদের ফলাফল না পাওয়াসহ পাঁচটি দাবি দিয়েছেন। আমরা চাইনা শিক্ষার্থীরা ফলাফলের জন্য আটকে থাকুক। খুব দ্রুতই বিভাগের শিক্ষকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence