নোবিপ্রবিতে দ্রুত শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবি শিক্ষার্থীদের

২৯ জানুয়ারি ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২টায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বিভাগের ৫টি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘অবিলম্বে শিক্ষক নিয়োগ, দিতে হবে দিতে হবে’, ‘আমাদের দাবি আমাদের দাবি,মানতে হবে মানতে হবে’, ‘স্বজনপ্রীতি বন্ধ করো, বন্ধ করো করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো- দ্রুত সময়ের মধ্যে সিনিয়র শিক্ষকসহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, পরীক্ষার খাতায় কোডিং সিস্টেম চালু করা, ইম্প্রুভমেন্ট রেজাল্ট ২.৭৫ পর্যন্ত উন্নতি করা ও মুট কোর্টের জন্য রুম বরাদ্দ দেওয়া।

মানববন্ধনে উপস্থিত আইন বিভাগের শিক্ষার্থী জাফর আহমেদ বলেন, ‘আমরা আইন বিভাগের শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আমার দেখতে পাচ্ছি, স্বাধীনতা ২.০ এর পরেও আজ ৬ মাস পেরিয়ে গিয়েছে কিন্তু আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে অতিসত্বর শিক্ষক নিয়োগের ব্যাপারে বলা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিট থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে ভর্তি হয়েছি, কিন্তু ভর্তি হওয়ার পরে আমরা বারংবার আশাহত হয়েছি। আমরা চাই দ্রুত আমাদের দাবিগুলো পূরণ করা হোক।’

এ বিষয়ে জানতে চাইলে আইন বিভাগের চেয়ারম্যান মো. জামসেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের ৪টি দাবি যৌক্তিক। আমাদের ডিপার্টমেন্টে শিক্ষক সংকট রয়েছে। তবে এর একটা পার্ট-টাইম সমাধান করেছি নোয়াখালী বা বাহিরের কর্মরত এরকম ৪ জন জাজকে খণ্ডকালীন নিয়োগ দিয়ে। চেয়ারম্যান হিসেবে আমার চাওয়া বিশ্ববিদ্যালয় যাতে আমাদের ডিপার্টমেন্টে স্থায়ী শিক্ষক নিয়োগ দেয়া হয়। কোডিং পদ্ধতি অ্যাকাডেমিক কাউন্সিলে পাস হয়েছে, তবে ইম্প্রুভমেন্ট ২.৭৫ এ দেওয়া নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিল তা পাস করেনি। মুট কোর্টের জন্য আমরা বরাদ্দ পেয়েছি তবে শিক্ষার্থীরা চাচ্ছে তা ক্লাসরুম করার জন্য। কারণ, মোট ৩টি ক্লাসরুমের মধ্যে দুটি ক্লাসের জন্য এবং একটি মুটের জন্য রাখলে তা হয়না। আমাদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ভিসিও এ ব্যাপারে পজিটিভ। তাছাড়া, আমরা আমাদের সব ল্যাব ইন্সট্রুমেন্ট দুয়েক মাসের মধ্যে পেয়ে যাবো, যা নিয়ে একটি কমিটি হয়েছে। 

মানববন্ধন শেষে আইন বিভাগের শিক্ষার্থীরা ৪টি দাবিসংবলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ ইসমাইলের নিকট জমা দেন। স্মারকলিপি গ্রহণ করে নোবিপ্রবি উপাচার্য বলেন, ২৭৬ জন শিক্ষকের চাহিদাপত্র পাঠানো হয়েছে ইউজিসিতে। ৩৪২ কোটি টাকার অ্যাকাডেমিক ভবনের প্রজেক্ট পাস হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায়। এ প্রজেক্ট বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের ক্লাসরুম সমস্যার সমাধান হবে। তাছাড়া, আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য মুট কোর্টের জন্য বাজেট দেয়া হয়েছে। এটার কাজ শীঘ্রই শুরু হবে এবং পরীক্ষার খাতায় কোডিং পদ্ধতি চালুকরণ দুটি ডিপার্টমেন্টে হয়েছে। এটা এখনো পর্যবেক্ষণ চলছে। যদি সে ডিপার্টমেন্টগুলোর ফলাফল প্রণয়নে সমস্যা না দেখি তাহলে আমরা সব ডিপার্টমেন্টেই কোডিং পদ্ধতি চালু করবো

গণভোটের প্রচারণায় ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি’র
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল!
  • ২৩ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বরস্বতী পূজা উদযাপিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ব্যতিক্রমী নির্বাচনী জনসভা
  • ২৩ জানুয়ারি ২০২৬
এবার শাকসু নির্বাচনে এজিএস প্রার্থীর পদ স্থগিত করল ছাত্রদল
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬