চুয়েটে জমকালো আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  © সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’ জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার সমাপনী দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. সম্পদ ঘোষ এবং জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন শেখ রাসেল হলের শিক্ষার্থী রিয়াদ আহমেদ। অনুষ্ঠানের শুরুতে ছেলেদের ৫টি ও মেয়েদের ৩টি আবাসিক হলের ছাত্র-ছাত্রীরা আনন্দ র‌্যালির মাধ্যমে মাঠে প্রবেশ করে।

জাতীয় সংগীত পরিবেশনের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য। এরপর সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে শিক্ষার্থীরা প্রধান অতিথিকে সালাম জানান। র‌্যালি প্রতিযোগিতায় শহীদ তারেক হুদা হল, তাপসী রাবেয়া হল এবং শেখ রাসেল হল সেরা হিসেবে নির্বাচিত হয়। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে প্রায় ১ হাজার ২০০ জন অংশগ্রহণ করেন। যার মধ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল দ্রুততম মানব ও দ্রুততম মানবী নির্বাচন। এতে দ্রুততম মানব হিসেবে নির্বাচিত হন রিয়াদ আহমেদ এবং দ্রুততম মানবী হিসেবে নির্বাচিত হন জারীন তাসমীন সাবা। ছাত্রদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন রিয়াদ আহমেদ এবং রানার-আপ হন শেখ সাদিদ ইসলাম। হল ভিত্তিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বঙ্গবন্ধু হল এবং রানার-আপ হয় শেখ রাসেল হল। অন্যদিকে, ছাত্রীদের মধ্যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হন আয়েশা রিফাত এবং রানার-আপ হন জারীন তাসমীন সাবা। ছাত্রী হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় শামসেন নাহার খান হল এবং রানার-আপ হয় সুফিয়া কামাল হল।

শিক্ষকদের প্রতিযোগিতায় দ্রুততম মানব হিসেবে নির্বাচিত হন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী। কর্মকর্তাদের মধ্যে দ্রুততম মানব হন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের এটিও মোঃ মুস্তাকিন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী কাওছার হোসেন এবং ৪র্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে উপাচার্য অফিসের অফিস সহায়ক মো. শামীম উদ্দিন রাজু দ্রুততম মানব হিসেবে নির্বাচিত হন।

দিনব্যাপী প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence