বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে যবিপ্রবিতে যত আয়োজন
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:১১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। রবিবার (১৯ জানুয়ারি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।
২০০৭ সালের ২৫ জানুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেজেট প্রকাশ করে সরকার। এজন্য প্রতি বছর এ দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়।
আরো পড়ুন: ‘অজ্ঞাত নারী’র মিষ্টি খেয়ে অসুস্থ ঢাবির সুফিয়া কামাল হলের ৪ ছাত্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তায় শিক্ষার্থী কর্তৃক আল্পনা আঁকা, কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব, আলোচনা সভা ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যবিপ্রবি।
এ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে উদ্ভাবনী আইডিয়া/প্রকল্প/গবেষণা সংক্রান্ত পোস্টার উপস্থাপনের আয়োজন করা হয়েছে।