বশেফমুবিপ্রবিতে বাসের দাবিতে ব্যাংকে তালা দিলো শিক্ষার্থীরা

তালাবদ্ধ ব্যাংক
তালাবদ্ধ ব্যাংক  © টিডিসি ফটো

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) জনতা ব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাসের দাবিতে ব্যাংকের বশেফমুবিপ্রবি ক্যাম্পাস শাখায় তালা দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (৫ জানুয়ারি) দুপুর ২টায় ব্যাংকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

এসময় কর্মকর্তারা বাহিরে চলে আসলে ভেতরে ব্যাংকের নিরাপত্তায় থাকা দুই আনসার সদস্য আটকে পড়ে৷ এতে ব্যাংকের পুরো কার্যক্রম সারাদিনের জন্য ব্যাহত হয়৷ গুরুত্বপূর্ণ লেনদেনও করতে পারেনি গ্রাহকরা৷ ব্যাংকে এসে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে৷ পরে আশ্বাস পেয়ে বিকেল ৫ টায় তালা খুলে নিয়ে যায় শিক্ষার্থীরা এবং অবরুদ্ধ দুই আনসার সদস্য মুক্ত হয়৷

তালা দেওয়ার বিষয়ে গণিত বিভাগের শিক্ষার্থী মোরসালিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জনতা ব্যাংক প্রতিষ্ঠাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা বিশ্ববিদ্যালয়ে একটি বাস প্রদান করবে। কিন্তু ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার এতগুলো বছর পেরিয়ে গেলেও তারা সেই প্রতিশ্রুতি পূরণ করেনি। বিভিন্ন সময়ে আমরা তাদের সাথে এই বিষয়ে আলোচনা করলেও প্রতিবারই তারা বিভিন্ন নিয়ম-কানুন ও অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে গেছেন। এমতাবস্থায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। ব্যাংক কর্তৃপক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য বাস প্রদান নিশ্চিত করার আগে ব্যাংকের কার্যক্রম চালু করা হবে না। আমরা আশা করছি, ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে এবং শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবিকে সম্মান জানাবে।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী লিটন আকন্দ বলেন, ‘জনতা ব্যাংকে তালা দেওয়া হয়েছে এই কারনে যে গত দুই বছর থেকে ব্যাংক বিশ্ববিদ্যালয়ে একটি বাস দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত দিচ্ছে না। জানিনা আগের প্রশাসনের সাথে কিভাবে লেঁয়াজু মেন্টেইন করে তারা সাধারণ শিক্ষার্থীদের বাস আটকে দিয়েছে৷ কিন্তু এখন শিক্ষার্থীদের বাস দরকার অথচ তারা ২ মাস ধরে প্রসেস দেখায় এজন্য শিক্ষার্থীরা আজ ব্যাংকে তালা দিয়েছে৷ যতক্ষন পর্যন্ত ওনারা বাস দেওয়ার একটা ফিক্সড টাইম না দিবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকে খুলবে না৷’

জনতা ব্যাংক পিএলসির বশেফমুবিপ্রবি ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক শহিদ উল্লাহ বলেন, ‘বাসের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এটা হেড অফিস পর্যন্ত গিয়েছে। মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় জিএম ম্যাম আসবেন এবং উপাচার্যের সাথে কথা বলবেন।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের পরিচালক সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার জানান, ‘মূলত বিগত সরকারের সময় এই ব্যাংক কার্যক্রম শুরু করে এবং কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীদের পরিবহন সুবিধার কথা বিবেচনা করে একটি বাস দিতে চায় এরই প্রেক্ষিতে এটি সেই সময় থেকেই স্বল্প পরিসরে শুরু হয়ে আসছে৷ কিন্তু বিগত প্রশাসন ছাত্রদের কল্যাণে কোন পদক্ষেপ গ্রহণ না করে আশ্বাসে ঘুরিয়েছিলো৷ কিন্তু বর্তমান প্রশাসন উদ্যোগী হয়ে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দান করে এবং পরিবহন শাখা রেজিস্ট্রারের মাধ্যেমে ব্যাংকের এই শাখার ম্যানজারকে একটি চিঠি দেই যেন দ্রুত একটি বাস দেয় সেই প্রক্ষিতে ব্যাংক ম্যানেজারও হেড অফিসে চিঠি দেয়৷ যেহুতু ব্যাংক কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকালীন ধরে দিবে দিবে বলে দিচ্ছে না এতে শিক্ষার্থীরা জনতা ব্যাংকের প্রতি আস্থাহীন হয়ে পড়ে ব্যাংক বন্ধ রাখতে বলে এবং তালা দেয়৷’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence