২০২৪ এ বশেমুরবিপ্রবি হারিয়েছে যাদের 

২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © টিডিসি ছবি

বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪ সাল। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৫। বিদায়ী বছরে অনেক প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে কিছু হারানোর বেদনা, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিষাদের অন্ধকার নামিয়েছে। কেউ রোগে ভুগে মারা যান, আবার কেউ আত্মহত্যায় নিজেকে দিয়েছেন বিসর্জন। 

বছরের শুরুতে ২০ ফেব্রুয়ারি ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাইসিন নিসা রাত ১:৩০ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

পারিবারিক সূত্রে জানা যায়, তাইসিন নিসার পূর্বেও ছোটখাটো কার্ডিয়াক এট্যাক জনিত সমস্যা ছিল।  সন্ধ্যায় বড়ধরনের কার্ডিয়াক এট্যাকে মৃত্যুবরন করেছেন। তিনি গোপালগঞ্জ সদরে তার পরিবারের সাথে থাকতেন।

প্রায় সাত মাস পর ১০ সেপ্টেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  ইরিনা আশরাফ আখি সন্ধ্যায় ব্রেন স্ট্রোক করে মারা যান। 

ঘটনা সূত্রে জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লে গোপালগঞ্জের সদর মেডিকেলে ভর্তি করা হয়। পরবর্তীতে  খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় মারা যান। 

সর্বশেষ, গত ৩ ডিসেম্বর ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসমিন খাতুন আত্নহত্যা করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ধারনা করা হচ্ছে দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় তিনি আত্নহত্যা করেছেন।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬