বশেমুরবিপ্রবি’র নামে সার্টিফিকেট জালিয়াতি, সতর্কবার্তা কর্তৃপক্ষের
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নাম ব্যবহার করে জালিয়াত চক্রের অপতৎপরতার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি ‘Easy Career-সহজ ক্যারিয়ার’ নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে একটি চক্র বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের ভুয়া সার্টিফিকেট বিক্রি করছে বলে জানা গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ যদি এই জালিয়াত চক্রের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ সার্টিফিকেট, রিকমেন্ডেশন বা ট্রান্সক্রিপ্ট সংগ্রহের চেষ্টা করে বা এই কাজে সহযোগিতা করে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া, কেউ যদি এই ধরনের কোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে জানতে পারে, তা দ্রুত প্রশাসনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং তা কোনোভাবেই সহ্য করা হবে না। জালিয়াতি বন্ধে বিশ্ববিদ্যালয় কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতর ও সংশ্লিষ্ট প্রশাসনিক শাখাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।