রুয়েট শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা, আহত ১৫

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির পর সংঘর্ষে পরিণত হয়। এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে রুয়েটের এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর জেরে দোকান ব্যবসায়ীদের সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

স্থানীয় এক দোকানী জানান, ছোট ঘটনা থেকে সংঘর্ষ শুরু হয়েছে। এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং এটা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা দোকানপাট লাগিয়ে বাসায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
  • ২৪ জানুয়ারি ২০২৬
শ্রীপুরে সালিশি বৈঠকে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নারীসহ গ…
  • ২৪ জানুয়ারি ২০২৬