রুয়েট শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ীদের হামলা, আহত ১৫

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির পর সংঘর্ষে পরিণত হয়। এতে অন্তত ১৫ জন রুয়েট শিক্ষার্থী আহত হন, যাদের মধ্যে ৫ জন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে স্থানীয়দের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, এক দোকানদারের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে রুয়েটের এক শিক্ষার্থীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এর জেরে দোকান ব্যবসায়ীদের সঙ্গে রুয়েটের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে।

স্থানীয় এক দোকানী জানান, ছোট ঘটনা থেকে সংঘর্ষ শুরু হয়েছে। এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যান এবং এটা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় তারা দোকানপাট লাগিয়ে বাসায় অবস্থান নিয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ওই এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ওসি মতিউর রহমান বলেন, সংঘর্ষে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গোপালগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্ট, জরিমানা আদায় ৪৫ হাজার টাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, জেনে নিন খুঁটিনাটি
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনে ৮ দিনই ছুটির সুযোগ সরকারি চাকরিজী…
  • ২৪ জানুয়ারি ২০২৬
দেশের এক ইঞ্চি জমির সম্মান আমরা কারও কাছে বন্ধক রাখব না: জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিধি লঙ্ঘন, হামলা ও নারী কর্মীদের হেনস্থাসহ বিএনপির বিরুদ্ধ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিসিবির কাছে যে অনুরোধ করল শান্ত
  • ২৪ জানুয়ারি ২০২৬