নবীনদের উপহার দিয়ে বরণ করে নিলেন বশেফমুবিপ্রবি ছাত্রশিবির

বশেফমুবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ আয়োজন
বশেফমুবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ আয়োজন  © টিডিসি ফটো

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বশেফমুবিপ্রবি শাখা।

শুক্রবার (১৩  ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় জামালপুরের লুইস ভিলেজ রিসোর্টে প্রায় দেড়শত শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের স্টুডেন্টস স্কলারের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। উপহার হিসেবে কলম, টেবিল ক্যালেন্ডার,  শিবিরের সংক্ষিপ্ত পরিচিত এবং আত্মশুদ্ধিমূলক কিছু বই দেওয়া হয়।  

নবীন ২

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি  এবং ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক ডা. নিয়াজ রহমান। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক গোলাম কিবরিয়া। 

প্রধান অতিথির বক্তব্যে ডা. নিয়াজ রহমান বলেন, ‘জীবনে আমাদের কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে সেগুলো হলো- পড়াশোনা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, মানবিক মূল্যবোধ থাকতে হবে, ধর্মীয় মূল্যবোধ থাকতে হবে এবং দেশপ্রেম থাকতে হবে।’

এসময় তিনি দেশপ্রেমের উদাহরণ দিতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্যান্য শহীদের উদাহরণ দেন।

নবীন বরণে আসা এক হিন্দু শিক্ষার্থী কমলেশ চন্দ্র রায় বলেন, ‘তারা অনেক সহযোগিতার আশ্বাস দিয়েছে, সেটা অনেক ভালো লেগেছে। সেই সাথে তাদের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ছাত্রশিবিরের প্রতি মানুষের ভুল ধারণা আছে। বিশেষ করে আমার নিজেরও তাদের প্রতি ভুল ধারণা ছিল। কিন্তু আজ এ প্রোগ্রামে এসে সে ভুল ধারণাটা ভেঙে গেছে। তারা যে পথে আছে সেটা সঠিক।’

আরেক নবীন শিক্ষার্থী আল মুকিম মুস্তাসির তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজকের এই নবীন বরণে এসে অনেক উচ্ছ্বসিত এবং অনুপ্রাণিত। একাডেমিক পড়াশোনা কীভাবে ভাল করে জব সেক্টরেও সফল হওয়া যায় এসব বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছে। যা খুবই ভালো লেগেছে। সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে তারা আমাদের নৈতিক দিক নির্দেশনামূলক কথা বলেছে পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের বরণ করায় ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence