রুয়েটের জিসিই বিভাগের প্রধান হলেন অধ্যাপক বদিউল ইসলাম
- রুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ দেওয়া হয়। আগামী দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. বদিউল ইসলামকে আগামী ১২ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি নিয়মানুযায়ী ভাতাদি প্রাপ্ত হবেন।