হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন

৩১ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন

হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন © টিডিসি ফটো

প্রথমবারের মতো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে দীপাবলি উদযাপিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা অংশ নেন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ আয়োজন করা হয়। এ সময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে  প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।

আরও পড়ুন: হাবিপ্রবিকে র‍্যাগিং ও মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা, সনাতন বিদ্যার্থী সংসদের উপদেষ্টা  অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা,জনসংযোগ পরিচালক মো. খাদেমুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. নিজাম উদ্দীনসহ সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, বাংলাদেশ অত্যন্ত শান্তিপ্রিয় দেশ। এখানে সকল ধর্মের মূল্যবোধ অক্ষুন্ন রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে। সেখানে প্রতিটি ধর্মের মানুষ পরস্পরকে সহযোগিতা করবে। বিশ্ববিদ্যালয়ের এই প্রথম নিজেদের মন্দিরে তোমরা দীপাবলি পালন করেও। ভবিষ্যতে অন্যান্য উৎসব পালনে তোমাদের সর্বাত্মক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন।।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬