কেন্দ্রীয়ভাবে নবীনবরণ আয়োজনে অনীহা বশেমুরবিপ্রবি প্রশাসনের

৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © ফাইল ফটো

প্রতিটি শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান অন্যতম অনুভূতির একটি দিন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গত তিন বছরে হয়নি কেন্দ্রীয়ভাবে নবীনবরণ অনুষ্ঠান। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠান আয়োজনের দাবি থাকলেও বিভিন্ন অজুহাতে আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা ও বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বরণের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে জানা যায়, সর্বশেষ ২০১৯ সালে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ভাবে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এরপর ২০২০-২১,  ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হলেও বিভিন্ন সমস্যার অজুহাত দিয়ে আয়োজন করা হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, নবীন বরণ অনুষ্ঠানে অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকরা আনুষ্ঠানিকভাবে নবাগত শিক্ষার্থীদের পাঠদানের জন্য বরণ করে নেন। অনুষ্ঠানে উপাচার্য শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠার শপথবাক্য পাঠ করান। প্রধান বক্তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা দিয়ে থাকেন। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে অবগত করেন। তবে ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে যথেষ্ট সুযোগ থাকলেও প্রশাসনের সদিচ্ছা ও আন্তরিকতা না থাকায় অনুষ্ঠান আয়োজন দৃশ্যমান হয়নি। 

নবীন বরণ অনুষ্ঠান আয়োজন না হওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষি বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, বিগত বছরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রতিটি ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তার অন্যতম উদাহরণ নবীন বরণ অনুষ্ঠান। তারা বিভিন্নস্থানে অহেতুক টাকা ব্যয় করলেও এমন গুরুত্বপূর্ণ প্রোগ্রামের জন্য তারা আগ্রহী থাকে না। নতুন উপাচার্য ও উপ-উপাচার্যের কাছে দাবি তারা যেন এই বিষয়ে নজর দেন।

এই বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: সোহেল হাসান বলেন, আমি রেজিস্ট্রারের সাথে কথা বলেছি। বিগত বছরগুলোতে না হলেও এই বছর হবে। আগামী ১১ নভেম্বর হবে আশা করি। রবিবার বিশ্ববিদ্যালয়ে এসে বিস্তারিত আলোচনা করবো।

জনগণের একটি টাকার ওপরেও আমরা হাত বসাবো না: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
বাউফলে ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে একা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ থেকে বাংলাদেশ আউট, ইন স্কটল্যান্ড
  • ২৪ জানুয়ারি ২০২৬
নিমিষেই গলবে পেটের চর্বি, জেনে নিন বিশেষ পানীয় তৈরির উপায়
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি হিসেবে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬