নতুন হল সুপার পেলো হাবিপ্রবির নয় হল

হাবিপ্রবির নয় হলে নতুন সুপার
হাবিপ্রবির নয় হলে নতুন সুপার  © সংগৃহীত

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর একে একে পদত্যাগ করতে থাকেন প্রশাসনের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তিরা। এর হাওয়া লাগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি)। উপাচার্য থেকে প্রক্টর, এডভাইজর, রেজিস্ট্রারসহ হল সুপারদের একে একে পদত্যাগ করায় অভিভাবকহীন হয়ে পরে বিশ্ববিদ্যালয়টি। এমতাবস্থায় নতুন উপাচার্য (ভারপ্রাপ্ত) হিসেবে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে মনোনয়ন দেয় ডীনের সদস্যরা। আজ অভিভাবকহীন থাকা হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে হাবিপ্রবির ৯ টি হলে নতুন হল সুপার নিযুক্ত করা হয়।

নতুন দায়িত্ব প্রাপ্ত হল সুপাররা হলেন: আইভি রহমান হলে অধ্যাপক ড. মো. সহিদুল ইসলাম, এগ্রোনমি বিভাগ, শেখ রাসেল হলে অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা, এন্টোমলজি বিভাগ, ইন্টারন্যাশনাল হলে ড. মো. আদনান আল বাচ্চু।

এছাড়াও এন্টোমলজি বিভাগ, শেখ সায়েরা খাতুন হলে অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগ, কবি সুফিয়া কামাল হলে অধ্যাপক ড. মো.আবু সাঈদ মন্ডল, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ, তাজউদ্দিন আহমেদ হলে এগ্রোফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শোয়াইবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে অধ্যাপক ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের অধ্যাপক ড. আবু খায়ের মোহা. মুক্তাদিরুল বারী চৌধুরী- কে নিযুক্ত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নবনিযুক্ত হল সুপারগণ তাঁদের নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ৩ (তিন) বছর মেয়াদে হলগুলোতে হল সুপারের দায়িত্বে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নিযুক্ত করা হলো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence