যবিপ্রবিতে চাকরিপ্রার্থীকে অপহরণে অভিযুক্ত ৬ শিক্ষার্থীর হলে প্রবেশে নিষেধাজ্ঞা 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) লিফট অপারেটর পদে চাকরিপ্রার্থীকে অপহরণ ও সিসিটিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের ঘটনা তদন্ত চলাকালীন অভিযুক্ত ৬ শিক্ষার্থী হলে প্রবেশ করতে পারবেন না। বুধবার (৫ জুন) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত ৬ শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. বেলাল হোসেন, পিইএসএস বিভাগের নৃপেন্দ্র নাথ রায়, ফার্মেসি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী জিএম রাইসুল হক রানা, পিইএসএস বিভাগের  মুশফিকুর রহমান, ফাহিম ফয়সাল লাবীব  এবং মো. আবু বক্কার।

অফিস আদেশে বলা হয়, অধিকতর তদন্ত চলাকালীন অভিযুক্ত শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে পারবে না। যাদের ছাত্রত্ব আছে কেবলমাত্র তারাই ক্যাম্পাসে এসে চলমান ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা বহিষ্কৃত/ছাত্রত্ব নেই তারা কোন অবস্থাতেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ আদেশ অমান্য করে কোন শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করলে অথবা যাদের ছাত্রত্ব রয়েছে তারা ক্লাস ও পরীক্ষা ব্যতীত ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে তাকে আজীবন বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, শৃঙ্খলা কমিটি আজীবন বহিষ্কারের সুপারিশ করলেও রিজেন্ট বোর্ডের সভায় অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে তাদের কেউ আরোপিত শর্ত ভঙ্গ করলে এটি আর অধিকতর তদন্তের প্রয়োজন হবে না, সরাসরি পরবর্তী রিজেন্ট বোর্ডের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ ডিসেম্বর যবিপ্রবিতে লিফট অপারেটর পদে চাকরিপ্রার্থী অপহরণ ও হার্ড ডিক্স ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলাও দায়ের করেন ভুক্তভোগী এক চাকরিপ্রার্থী।

 

সর্বশেষ সংবাদ