ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের মনোনয়ন পেলেন হাবিপ্রবির দুই শিক্ষার্থী

০২ জুন ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
রাইজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন

রাইজুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দু’জন শিক্ষার্থী রোভার স্কাউটের ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২২ এর জন্য মনোনীত হয়েছেন। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের রোভারমেট রাইজুল ইসলাম ও রোভারমেট মোয়াজ্জেম হোসেন।

মো. রাইজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মো. মোয়াজ্জেম হোসেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে আত্মনিবেদন করে বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বৃষ্টি, আপদকালীন উদ্ধার, ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় সেবার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়ে থাকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড।

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানিয়ে রাইজুল ইসলাম বলেন, স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান। হাবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা প্রতিনিয়ত সেবামূলক কাজ করে দেশ ও সমাজের সেবা করে চলেছে। তারই ফলশ্রুতিতে এই অর্জন। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো। সেইসাথে বাংলাদেশ স্কাউটসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমার কাজগুলোকে মূল্যায়ন করেছে।

মোয়াজ্জেম হোসেন বলেন, একজন রোভার হিসেবে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে তার প্রতিদান হিসেবে বাংলাদেশ স্কাউটস কর্তৃক ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করি। যা আমাদের  মানব সেবার মতো মহীয়সী কাজে আরও বেশি উৎসাহিত করবে।

 
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬