রুয়েটে দুই দিনব্যাপী কনস্ট্রাকশন কার্নিভাল

উদ্বোধনী অনুষ্ঠান
উদ্বোধনী অনুষ্ঠান  © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কনস্ট্রাকশন কার্নিভাল ১.০-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়।

এ অনুষ্ঠান উপলক্ষে এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনে এসে শেষ হয়। র‌্যালি শেষে একটি আলোচনার সভার আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই কার্নিভালে ওয়ার্কশপ, ক্যাড এক্সপার্ট কনটেস্ট, রেন্ডার র‌্যামপেজ, মেকামাইন্ড, আইডিয়া কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, স্মার্ট ম্যানেজমেন্ট মাইস্ট্রো, অর্চি ক্যাপচারসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টের আয়োজন রয়েছে। কার্নিভালে রুয়েট, বুয়েট, কুয়েট, ডুয়েট, আইইউটি, পাবিপ্রবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক গবেষক ও শিক্ষার্থী এতে অংশ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিইসিএম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা, হাউজ এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আশরাফুল আলম, রিভার রিসার্চ ইনস্টিটিউট ফরিদপুরের পরিচালক পিন্টু কানুনগোয়, রুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন। এতে বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকালে বিইসিএম বিভাগে অনুষ্ঠিত হবে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence