পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একটি প্রতিনিধি দল জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ের ‘সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রাম অব জাপান সায়েন্স অ্যান্ড টেকনোলজি এজেন্সি (জেএসটি)’তে ইন্টারন্য্যাশনাল এক্সচেঞ্জ প্রোগামে যাচ্ছে।
সাত দিনের এই নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম। চার সদস্যের প্রতিনিধি দলটি আগামী ১ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক এবং ল্যাবগুলোতে কাজের অভিজ্ঞতা অর্জন করবে। তারা ল্যাবগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, পানির নীচের জীব বৈচিত্র্য জগৎ, পানির নীচের জীব বৈচিত্র কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং তার ডেটা সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবে। জাপানের ব্লু ইকোনমি সম্পর্কে বিস্তারিত জানবে। গবেষণা সংক্রান্ত মিটিং, ল্যাবরেটরি পরিদর্শন, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সেমিনার, জাপানিজ শিক্ষার্থীদের সেমিনার, বিভিন্ন কর্মশালায় অংশ গ্রহণ ও স্থানীয় সংস্কৃতি সম্পর্কে জানার জন্য বিভিন্ন স্থান পরিদর্শন করবে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে জাপান সফরগামী প্রতিনিধি দলটি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালের সঙ্গে উপাচার্য কার্যালয়ে সৌজন্য সাক্ষৎ করেন এবং জাপান সফর সম্পর্কে অবগত করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল হক উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, ‘জাপানের জেএসটি প্রোগ্রামে ইতিপূর্বে আমাদের সাত সদস্যের একটি দল জাপান সফরে গিয়েছিল। জাপানের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের ল্যাব পরিদর্শন করে শিক্ষার্থীরা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করবে। ল্যাবরেটরিতে ব্লু ইকোনমি নিয়ে কী ধরনের কাজ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনে সমুদ্রের নীচের পরিবর্তন নিয়ে ডেটা বিশ্লেষণ সম্পর্কে বিস্তারিত জানবেন। এর মাধ্যমে আমাদের দেশের ব্লু ইকোনমি ও আমাদের সমুদ্রের নিচের যে অর্থনৈতিক ভান্ডার রয়েছে সে সম্পর্কে জ্ঞান অর্জনে নিজেদের নিয়োজিত করতে পারবে।’
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রায়হানুল ইসলাম, স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু মোহাম্মদ নূর ও বাদল হোসেন জাপান সফর করবেন। সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগাম লিডার হিসেবে মিয়ান রিয়াজউল হক এই কর্মসূচি সমন্বয় করছেন।