টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবন: যবিপ্রবি উপাচার্য

২১ মে ২০২৪, ০৬:১০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
শোকেসিং অনুষ্ঠানের অতিথিবৃন্দ

শোকেসিং অনুষ্ঠানের অতিথিবৃন্দ © জনসংযোগ

টেকসই উন্নয়নের জন্য নিজস্ব উদ্ভাবনের বিকল্প নেই উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমরা যদি আমাদের নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরি করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরির চেষ্টা করে যাবে। কারণ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবন।

মঙ্গলবার (২০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব অ্যাকাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যে দেশের বিশ্ববিদ্যালয় ঘুমায়, সে দেশের বিশ্ববিদ্যালয় কোন দিন বড় হতে পারে না। সেই বিশ্ববিদ্যালয় কখনো একটি জাতিকে উন্নত করতে পারে না। দেশের উন্নয়নের জন্য তরুণ সমাজের মধ্যে জাগরণ সৃষ্টি না হলে, সেই জাতি কখনো উন্নয়নের শিখরে আহরণ করতে পারবে না। চলতি বছরের ডিসেম্বর মাসে আরও বৃহৎ পরিসরে ইনোভেশন প্রদর্শনী আয়োজনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। 

ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা টিমের আহ্বায়ক ড. মো. নাসিম আদনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত টিমের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসান প্রমুখ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, দপ্তর প্রধানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬