অভিনব কায়দায় মাভাবিপ্রবির হল থেকে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি

মাভাবিপ্রবিতে মাথায় টুপি, মুখে দাড়ি, মাস্ক পরে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
মাভাবিপ্রবিতে মাথায় টুপি, মুখে দাড়ি, মাস্ক পরে শিক্ষার্থীর ল্যাপটপ চুরি  © টিডিসি ফটো

ঈদুল ফিতরের ছুটি পেয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে ছুটেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে অধিকাংশ শিক্ষার্থী বাড়িতে ফিরলেও চাকরিপ্রত্যাশীরা কাঙ্ক্ষিত সোনার হরিণ ধরার জন্য পড়াশোনার উদ্দেশ্যে ক্যাম্পাসে অবস্থান করছে। শিক্ষার্থী কমের পাশাপাশি ছুটিতে নিরাপত্তা কম থাকায় ফাঁকা ক্যাম্পাসে সেই সুযোগে বেড়েছে চোরের উপদ্রব।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল থেকে এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের দ্বিতীয় তলার ২১৯ নম্বর রুম থেকে এই চুরির ঘটনা ঘটে। হলে থাকা সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তিকে রুমটিতে ঢুকতে দেখা যায়।

ভুক্তভোগী মো. হেনামুল ইসলাম হিমু বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। তিন বছর আগে তার বাবা মারা যায়। এরপর থেকেই টিউশনি করে নিজের ও দুই বোনের পড়াশোনার খরচের পাশাপাশি পরিবারের হালও ধরে সে। ফলে টিউশনির টাকায় কেনা ল্যাপটপ চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সে।

ল্যাপটপ চুরির ঘটনার ভিডিও ফুটেজ দেখে এবং শিক্ষার্থীদের সূত্রে নিশ্চিত হওয়া গেছে এই চোর একাধিকবার ক্যাম্পাসে চুরি করেছে। এর আগেও জননেতা আব্দুল মান্নান হলে চুরি করেছে। অনেকগুলো মোবাইল ফোন চুরি করেছে। 

ভিডিও ফুটেজে দেখা যায়, মাথায় টুপি, কালো চাপ দাঁড়ি, মুখে মাস্ক পড়া, গায়ে কালো রঙের কোর্ট এবং সাদা পায়জামা পরিহিত অবস্থায় ভোর ৬টা বেজে ১৩ মিনিটে হলে এক ব্যক্তি প্রবেশ করে। পরে ৬টা বেজে ২৭ মিনিটে ২১৯ নম্বর কক্ষে প্রবেশ করে এবং তৎক্ষণাৎ কক্ষটি থেকে ব্যাগে করে ল্যাপটপ নিয়ে বের হয়ে যায়।

এই বিষয়ে শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী ভুক্তভোগী শিক্ষার্থীকে থানায় জিডি করতে বলেন এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখবেন বলে জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence