ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ, যে ব্যাখ্যা দিল শাবিপ্রবি

১২ মার্চ ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি না করার অনুরোধ জানানোর পর এবার লিখিত ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ মার্চ তারিখে জারীকৃত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে আসন্ন পবিত্র রমজান মাসে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।’

গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া বিজ্ঞপ্তির ব্যাখ্যা তুলে ধরে মঙ্গলবার (১২ মার্চ) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রতিবছর রমজান মাসে ইফতার পার্টি আয়োজনে বিভিন্ন বিভাগ ও দপ্তরগুলোকে বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা করা হতো। তবে এ বছর পবিত্র রমজান মাসে সরকারিভাবে বড় করে ইফতার পার্টি উদযাপন না করার জন্য নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

এতে আরও বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয়ের খরচ কমাতে এবারের রমজানে সংশ্লিষ্ট কাউকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না। তবে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট যে কেউ নিজেদের অর্থায়নে ইফতার পার্টির আয়োজন করতে পারবে।’

এদিকে, গত ১০ মার্চ প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে শাবিপ্রবির অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেটি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসে যে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ইফতার মাহফিল করতে পারবেন।

তিনি বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল আয়োজন করতে পারবেন। এক্ষেত্রে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা কিংবা আর্থিক সহযোগিতা থাকবে না।

সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬