পাবিপ্রবিতে দিনব্যাপী শিক্ষা সমাপনী দিবস উদযাপন
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৪ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৩, ০৫:০৪ PM
নানা আয়োজনের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (অদম্য -১৮) শিক্ষা সমাপনী দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১১:৩০ টায় উপাচার্য ড. হাফিজা খাতুনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালিতে শেষ বর্ষের সকল বিভাগের শিক্ষার্থী, প্রক্টর ড. মো. কামাল হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে স্বাধীনতা চত্বরে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের অদম্য -১৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কালার ফেস্ট ও ফ্ল্যাশ মবের আয়োজনের মাধ্যমে প্রথম দিনের প্রথম অংশের কার্যক্রম শেষ হয়।
দিনের দ্বিতীয় অংশে অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংঠনগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠান, অদম্য ১৮ ব্যাচের পরিবেশনা এবং অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে থাকবে লালান ব্যন্ডের পরিবেশনা। এদিন সন্ধ্যায় দিবসটির দ্বিতীয় অংশ অনুষ্ঠিত হবে।