একনজরে দেখুন ৩০০ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী তালিকা

২৭ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ PM
জাতীয় সংসদ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি  ও জামায়াতে ইসলামী জোট প্রার্থীদের মধ্যে

জাতীয় সংসদ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি  ও জামায়াতে ইসলামী জোট প্রার্থীদের মধ্যে © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর দুই সপ্তাহ। এখন প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি  ও জামায়াতে ইসলামী জোট সমর্থিত প্রার্থীদের মধ্যে। ৩০০ আসনের উভয় জোটের প্রার্থীও চূড়ান্ত হয়েছে।

বিএনপি ও জামায়াত সমর্থিত জোট প্রার্থীদের তালিকা দেখে নিন-

ঢাকা বিভাগ
ঢাকা-১: আবু আশফাক (বিএনপি), নজরুল ইসলাম (জামায়াত); ঢাকা-২: আমান উল্লাহ আমান (বিএনপি), আব্দুল হক (জামায়াত); ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় (বিএনপি), শাহীনুর ইসলাম (জামায়াত); ঢাকা-৪: তানভীর আহমেদ রবিন (বিএনপি), জয়নুল আবেদিন (জামায়াত); ঢাকা-৫: নবী উল্লাহ নবী (বিএনপি), কামাল হোসেন (জামায়াত); ঢাকা-৬: ইশরাক হোসাইন (বিএনপি), আব্দুল মান্নান (জামায়াত); ঢাকা-৭: হামিদুর রহমান (বিএনপি), এনায়েত উল্লাহ (জামায়াত), ইসহাক সরকার (স্বতন্ত্র); ঢাকা-৮: মির্জা আব্বাস (বিএনপি), নাসির উদ্দিন পাটোয়ারি (এনসিপি-জামায়াত জোট); ঢাকা-৯: হাবিবুর রশীদ (বিএনপি), জাবেদ মিয়া (এনসিপি-জামায়াত জোট), তাসনিম জারা (স্বতন্ত্র); ঢাকা-১০: রবিউল ইসলাম রবি (বিএনপি), জসীম উদ্দিন (জামায়াত); ঢাকা-১১: ড. এম এ কাইয়ুম (বিএনপি), নাহিদ ইসলাম (এনসিপি- জামায়াত জোট); ঢাকা-১২: সাইফুল হক (বিপ্লবী ওয়ার্কাস পার্টি-বিএনপি জোট), সাইফুল আলম (জামায়াত), সাইফুল আলম নীরব (স্বতন্ত্র); ঢাকা-১৩: ববি হাজ্জাজ (এনডিএম-বিএনপি জোট), মাও: মামুনুল হক (খেলাফত-জামায়াত জোট); ঢাকা-১৪: সানজিদা ইসলাম তুলি (বিএনপি), মীর আহমদ বিন কাসেম (জামায়াত), সৈয়দ আবুবকর সিদ্দিক (স্বতন্ত্র); ঢাকা-১৫: শফিকুল ইসলাম মিল্টন (বিএনপি), ডা. শফিকুর রহমান (জামায়াত); ঢাকা-১৬: আমিনুল হক (বিএনপি), কর্নেল আব্দুল বাতেন (জামায়াত); ঢাকা-১৭: তারেক রহমান (বিএনপি), ডা. খালিদুজ্জামান (জামায়াত); ঢাকা-১৮: এসএম জাহাঙ্গীর (বিএনপি), আরিফুল ইসলাম (এনসিপি-জামায়াত জোট); ঢাকা-১৯: ডা. সালাহউদ্দিন বাবু (বিএনপি), দিলশানা পারুল (এনসিপি-জামায়াত জোট); ঢাকা-২০: তমিজ উদ্দিন (বিএনপি), নাবিলা তাসনিম (এনসিপি-জামায়াত জোট)।

গাজীপুর-১: মজিবুর রহমান (বিএনপি), শাহ আলম বকশি (জামায়াত); গাজীপুর-২: মন্জুরুল করিম (বিএনপি), হোসেন আলী (জামায়াত); গাজীপুর-৩: ডা. রফিকুল ইসলাম বাচ্চু (বিএনপি), জাহাঙ্গীর আলম (জামায়াত); গাজীপুর-৪: শাহ রিয়াজুল হান্নান (বিএনপি), সালাহউদ্দিন আইয়ুবি (জামায়াত); গাজীপুর-৫: ফজলুল হক মিলন (বিএনপি), খায়রুল হাসান (জামায়াত)।

নারায়নগঞ্জ-১: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু (বিএনপি), আনোয়ার হোসেন মোল্লা (জামায়াত); নারায়নগঞ্জ-২: নজরুল ইসলাম আজাদ (বিএনপি), ইলিয়াস মোল্লা (জামায়াত); নারায়নগঞ্জ-৩: আজহারুল ইসলাম মান্নান (বিএনপি), ইকবাল হোসাইন (জামায়াত); নারায়নগঞ্জ-৪: মনির হোসাইন কাসেমী (জমিয়ত-বিএনপি জোট), আব্দুল্লাহ আল আমিন (এনসিপি-জামায়াত জোট); নারায়নগঞ্জ-৫: আবুল কালাম (বিএনপি), সিরাজুল মামুন (খেলাফত-জামায়াত জোট)।

মুন্সীগঞ্জ-১: মো. আব্দুল্লাহ (বিএনপি), ফখরুদ্দিন রাজী (জামায়াত); মুন্সীগঞ্জ-২: আব্দুস সালাম আজাদ (বিএনপি), মাজেদুল ইসলাম (এনসিপি-জামায়াত জোট); মুন্সীগঞ্জ-৩: কামরুজ্জামান রতন (বিএনপি), নুর হোসেন নুরানী (খেলাফত-জামায়াত জোট), মহিউদ্দিন (বিএনপি বিদ্রোহী)।

মানিকগঞ্জ-১: জিন্নাহ কবীর (বিএনপি), আবু বকর সিদ্দিক (জামায়াত); মানিকগঞ্জ-২: মঈনুল ইসলাম খান (বিএনপি), সালাহ উদ্দিন (খেলাফত-জামায়াত জোট); মানিকগঞ্জ-৩: আফরোজা খানম রিতা (বিএনপি), সাইদ নুর (খেলাফত-জামায়াত জোট)।

নরসিংদী-১: খায়রুল কবীর খোকন (বিএনপি), ইবরাহিম ভুইয়া (জামায়াত); নরসিংদী-২: ড. আব্দুল মঈন খান (বিএনপি), সারোয়ার তুষার (জামায়াত); নরসিংদী-৩: মনজুর এলাহী (বিএনপি), রাকিবুল ইসলাম (খেলাফত-জামায়াত জোট); নরসিংদী-৪: সরদার সাখাওয়াত হোসেন বকুল (বিএনপি), জাহাঙ্গীর আলম (জামায়াত); নরসিংদী-৫: আশরাফ উদ্দিন বকুল (বিএনপি), মো: বদরুজ্জামান (ইসলামী আন্দোলন)।

টাঙ্গাইল-১: মাহবুব আনাম স্বপন (বিএনপি), আব্দুল্লাহেল কাফী (জামায়াত); টাঙ্গাইল-২: আব্দুস সালাম পিন্টু (বিএনপি), হুমায়ুন কবীর (জামায়াত); टाঙ্গাইল-৩: ওবায়দুল হক নাসির (বিএনপি), সাইফুল্লাহ হায়দার (এনসিপি-জামায়াত জোট); টাঙ্গাইল-৪: লুৎফুর রহমান মতিন (বিএনপি), আব্দুর রাজ্জাক (জামায়াত); টাঙ্গাইল-৫: সুলতান সালাহউদ্দিন টুকু (বিএনপি), আহসান হাবীব মাসুদ (জামায়াত); টাঙ্গাইল-৬: রবিউল আউয়াল লাভলু (বিএনপি), আব্দুল হামিদ (জামায়াত); টাঙ্গাইল-৭: আবুল কালাম Azad (বিএনপি), আব্দুল্লাহ ইবনে আবুল (জামায়াত); টাঙ্গাইল-৮: আহমেদ আজম খান (বিএনপি), শফিকুল ইসলাম খান (জামায়াত)।

ফরিদপুর-১: নাসিরুল ইসলাম (বিএনপি), ইলিয়াস মোল্লা (জামায়াত); ফরিদপুর-২: শামা ওবায়েদ রিংকু (বিএনপি), শাহ আকরাম আলী (খেলাফত-জামায়াত জোট); ফরিদপুর-৩: চৌধুরী নায়াব ইউসুফ (বিএনপি), আব্দুত তাওয়াব (জামায়াত); ফরিদপুর-৪: শহিদুল ইসলাম (বিএনপি), সরোয়র হোসেন (জামায়াত), মুজাহিদ বেগ (স্বতন্ত্র)।

গোপালগঞ্জ-১: সেলিমুজ্জামান সেলিম (বিএনপি), আব্দুল হামিদ (জামায়াত); গোপালগঞ্জ-২: কেএম বাবর (বিএনপি), সোয়েব ইবরাহিম (খেলাফত-জামায়াত জোট); গোপালগঞ্জ-৩: এসএম জিলানী (বিএনপি), আজিজ মক্কী (খেলাফত-জামায়াত জোট)।

মাদারিপুর-১: নাদিরা আক্তার (বিএনপি), সাইদ উদ্দিন আহমদ হানজালা (খেলাফত-জামায়াত জোট); মাদারিপুর-২: জাহান্দার আলী মিয়া (বিএনপি), আব্দুস সোবহান (খেলাফত-জামায়াত জোট); মাদারিপুর-৩: আনিছুর রহমান (বিএনপি), রফিকুল ইসলাম (জামায়াত)।

শরীয়তপুর-১: সাঈদ আহমেদ আসলাম (বিএনপি), জালাল উদ্দিন আহমদ (খেলাফত-জামায়াত জোট); শরীয়তপুর-২: শফিকুর রহমান কিরন (বিএনপি), ডা. মাহমুদ হোসেন বকাউল (জামায়াত); শরীয়তপুর-৩: মিয়া নুরদ্দিন আহমেদ অপু (বিএনপি), আজহারুল ইসলাম (জামায়াত)।

কিশোরগঞ্জ-১: মাজহারুল ইসলাম (বিএনপি), আহমদ আলী কাসেমী/হেদায়েত উল্লাহ হাদী (খেলাফত মজলিস); কিশোরগঞ্জ-২: জালাল উদ্দিন (বিএনপি), শফিকুল ইসলাম মোড়ল (জামায়াত); কিশোরগঞ্জ-৩: ড. ওসমান ফারুক (বিএনপি), জেহাদ খান (জামায়াত); কিশোরগঞ্জ-৪: ফজলুর রহমান (বিএনপি), রোকন রেজা শেখ (জামায়াত); কিশোরগঞ্জ-৫: এহসানুল হক হুদা (বিএনপি), রমজান আলী (জামায়াত); কিশোরগঞ্জ-৬: শরীফুল আলম (বিএনপি), আতাউল্লাহ আমিন (খেলাফত-জামায়াত জোট)।

রাজবাড়ী-১: আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (বিএনপি), নুরুল ইসলাম (জামায়াত); রাজবাড়ী-২: হারুন অর রশীদ (বিএনপি), জামিল হেজাজী (এনসিপি-জামায়াত জোট), মো. নাসিরুল হক সাবু (স্বতন্ত্র)।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১: নুরুল আমিন (বিএনপি), সাইফুর রহমান (জামায়াত); চট্টগ্রাম-২: বিএনপি প্রার্থী নেই, নুরুল আমিন (জামায়াত); চট্টগ্রাম-৩: মোস্তফা কামাল পাশা (বিএনপি), আলাউদ্দিন সিকদার (জামায়াত); চট্টগ্রাম-৪: আসলাম চৌধুরী (বিএনপি), আনোয়ার সিদ্দিক (জামায়াত); চট্টগ্রাম-৫: ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন (বিএনপি), নাসির উদ্দিন মুনির (খেলাফত-জামায়াত জোট); চট্টগ্রাম-৬: গিয়াসউদ্দিন কাদের চৌধুরী (বিএনপি), শাহাজাহান মন্জু (জামায়াত); চট্টগ্রাম-৭: হুম্মাম কাদের চৌধুরী (বিএনপি), ডা. রেজাউল করিম (জামায়াত); চট্টগ্রাম-৮: এরশাদ উল্লাহ (বিএনপি), জোবায়েরুল হাসান আরিফ (এনসিপি- জামায়াত জোট) ডা. আবু নাসের (জামায়াত); চট্টগ্রাম-৯: আবু সুফিয়ান (বিএনপি), ডা. ফজলুল হক (জামায়াত); চট্টগ্রাম-১০: সাঈদ আল নোমান (বিএনপি), শামসুজ্জামান হেলালী (জামায়াত); চট্টগ্রাম-১১: আমির খসরু মাহমুদ চৌধুরী (বিএনপি), শফিউল আলম (জামায়াত); চট্টগ্রাম-১২: এনামুল হক এনাম (বিএনপি), ডা. ফরিদুল আলম (জামায়াত); চট্টগ্রাম-১৩: সরওয়ার জামাল নিজাম (বিএনপি), মাহমুদুল হাসান চৌধুরী (জামায়াত); চট্টগ্রাম-১৪: জসিম উদ্দিন (বিএনপি), ওমর ফারুক (এলডিপি-জামায়াত জোট); চট্টগ্রাম-১৫: নাজমুল মোস্তফা আমিন (বিএনপি), শাহজাহান চৌধুরী (জামায়াত); চট্টগ্রাম-১৬: মিশকাতুল ইসলাম চৌধুরী (বিএনপি), জহিরুল ইসলাম (জামায়াত)।

কুমিল্লা-১: ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি), মনিরুজ্জামান বাহালুল (জামায়াত); কুমিল্লা-২: সেলিম ভূঁইয়া (বিএনপি), নাজিম উদ্দিন (জামায়াত); কুমিল্লা-৩: শাহ মোফাজ্জল হোসেন (বিএনপি), ইউসুফ হাকিম সোহেল (জামায়াত); কুমিল্লা-৪: জসিম উদ্দিন (বিএনপি-গণঅধিকার পরিষদ জোট), হাসানাত আব্দুল্লাহ (এনসিপি-জামায়াত জোট); কুমিল্লা-৫: হাজী জসিম উদ্দিন (বিএনপি), মোবারক হোসেন (জামায়াত); কুমিল্লা-৬: মনিরুল হক চৌধুরী (বিএনপি), কাজী দ্বীন মোহাম্মদ (জামায়াত); কুমিল্লা-৭: রেদোয়ান আহম্মেদ (এলডিপি-বিএনপি), মোশাররফ হোসেন (জামায়াত); কুমিল্লা-৮: জাকারিয়া তাহের সুমন (বিএনপি), শফিউল আলম হেলাল (জামায়াত); কুমিল্লা-৯: আবুল কালাম (বিএনপি), সারোয়ার আলম সিদ্দিকী (জামায়াত); কুমিল্লা-১০: মোবাশ্বের (বিএনপি), ইয়াছিন আরাফাত (জামাত); কুমিল্লা-১১: কামরুল হুদা (বিএনপি), আব্দুল্লাহ মো. তাহের (জামায়াত)।

নোয়াখালী-১: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন (বিএনপি), ছাইফ উল্লাহ (জামায়াত); নোয়াখালী-২: জয়নুল আবেদিন ফারুক (বিএনপি), মুহাম্মদ জাকারিয়া (এনসিপি-জামায়াত জোট); নোয়াখালী-৩: বরকত উল্লাহ বুলু (বিএনপি), বোরহান উদ্দিন (জামায়াত); নোয়াখালী-৪: মোহাম্মদ শাহাজাহান (বিএনপি), ইসহাক খন্দকার (জামায়াত); নোয়াখালী-৫: ফখরুল ইসলাম (বিএনপি), বেলায়াত হোসেন (জামায়াত); নোয়াখালী-৬: মাহবুবের রহমান শামীম (বিএনপি), আব্দুল হান্নান মাসুদ (এনসিপি-জামায়াত জোট)।

ব্রাহ্মণবাড়িয়া-১: এম. এ হান্নান (বিএনপি), অধ্যাপক আমিনুল ইসলাম (জামায়াত); ব্রাহ্মণবাড়িয়া-২: মাও: জুনায়েদ হাবীব (জমিয়ত-বিএনপি জোট), রুমিন ফারহানা (স্বতন্ত্র), আশরাফ উদ্দিন (এনসিপি-জামায়াত জোট); ব্রাহ্মণবাড়িয়া-৩: খালেদ হোসেন মাহবুব (বিএনপি), মোহাম্মদ আতাউল্লাহ (এনসিপি-জামায়াত জোট); ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান (বিএনপি), আতাউর রহমান সরকার (জামায়াত); ব্রাহ্মণবাড়িয়া-৫: আব্দুল মান্নান (বিএনপি), আমজাদ হোসেন আশরাফি (খেলাফত-জামায়াত জোট); ব্রাহ্মণবাড়িয়া-৬: জুনায়েদ সাকী (গণ সংহতি আন্দোলন-বিএনপি জোট), মো. মহসিন (জামায়াত)।

চাঁদপুর-১: এহসানুল হক মিলন (বিএনপি), আবু নছর আশরাফি (জামায়াত); চাঁদপুর-২: জালাল উদ্দিন (বিএনপি), বিল্লাল হোসেনে মিয়াজি (এলডিপি-জামায়াত জোট); চাঁদপুর-৩: ফরিদ আহমেদ মানিক (বিএনপি), শাহাজাহান মিয়া (জামায়াত); চাঁদপুর-৪: হারুনুর রশীদ (বিএনপি), বিল্লাল হোসোন মিয়াজী (জামায়াত); চাঁদপুর-৫: মমিনুল হক (বিএনপি), নেয়ামুল বশির (জামায়াত)।

ফেনী-১: রফিকুল আলম মজনু (বিএনপি), কামাল উদ্দিন (জামায়াত); ফেনী-২: জয়নাল আবেদিন (বিএনপি), মুজিবুর রহমান মন্জু (এবি পার্টি-জামায়াত জোট); ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু (বিএনপি), ফখরুদ্দিন মানিক (জামায়াত)।

লক্ষ্মীপুর-১: শাহাদাত হোসেন সেলিম (বিএনপি), মাহবুব আলম (এনসিপি-জামায়াত জোট); লক্ষ্মীপুর-২: আবুল খায়ের ভুইয়া (বিএনপি), রুহুল আমিন ভুইয়া (জামায়াত); লক্ষ্মীপুর-৩: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (বিএনপি), রেজাউল করিম (জামায়াত); লক্ষ্মীপুর-৪: আশরাফ উদ্দিন নিজান (বিএনপি), হাফিজ উল্লাহ (জামায়াত)।

কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদ (বিএনপি), আব্দুল্লাহ আল ফারুক (জামায়াত); কক্সবাজার-২: আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ (বিএনপি), হামিদুর রহমান আজাদ (জামায়াত); কক্সবাজার-৩: লুৎফুর রহমান কাজল (বিএনপি), শহিদুল আলম বাহাদুর (জামায়াত); কক্সবাজার-৪: শাহাজাহান চৌধুরী (বিএনপি), নুর আহমেদ আনোয়ারী (জামায়াত)।

পার্বত্য জেলাসমূহ: খাগড়াছড়ি: আব্দুল ওয়াদুদ ভুইয়া (বিএনপি), এয়াকুব আলী (জামায়াত); রাঙামাটি: দীপেন দেওয়ান (বিএনপি), আবু বকর সিদ্দিক (খেলাফত-জামায়াত জোট); বান্দরবান: সাচিং প্রু জেরি (বিএনপি), এসএম সুজা উদ্দিন (এনসিপি-জামায়াত জোট)।

রাজশাহী বিভাগ

রাজশাহী-১: শরীফ উদ্দিন (বিএনপি), অধ্যাপক মুজিবুর রহমান (জামায়াত); রাজশাহী-২: মিজানুর রহমান মিনু (বিএনপি), অধ্যাপক জাহাঙ্গীর (জামায়াত); রাজশাহী-৩: শফিকুল হক মিলন (বিএনপি), আবুল কালাম Azad (জামায়াত); রাজশাহী-৪: জিয়াউর রহমান (বিএনপি), আব্দুল বারী সরদার (জামায়াত); রাজশাহী-৫: নজরুল ইসলাম মন্ডল (বিএনপি), মনজুর রহমান (জামায়াত); রাজশাহী-৬: আবু সাইদ চাঁদ (বিএনপি), অধ্যক্ষ নাজমুল হক (জামায়াত)।

বগুড়া-১: কাজী রফিকুল ইসলাম (বিএনপি), অধ্যক্ষ শাহাবুদ্দিন (জামায়াত); বগুড়া-২: মীর শাহে আলম (বিএনপি), মাহমুদুর রহমান মান্না (...), শাহাদাতুজ্জামান (জামায়াত); বগুড়া-৩: আব্দুল মুহিত তালুকদার (বিএনপি), নুর মোহাম্মদ তাহের (জামায়াত); বগুড়া-৪: মোশাররফ হোসেন (বিএনপি), মোস্তফা ফয়সাল পারভেজ (জামায়াত); বগুড়া-৫: গোলাম মোহাম্মদ সিরাজ (বিএনপি), দবিবুর রহমান (জামায়াত); বগুড়া-৬: তারেক রহমান (বিএনপি), আবিদুর রহমান সোহেল (জামায়াত); বগুড়া-৭: মোরশেদ মিল্টন (বিএনপি), গোলাম রব্বানি (জামায়াত)।

নওগাঁ-১: মোস্তাফিজুর রহমান (বিএনপি), মাহবুবুল আলম (জামায়াত); নওগাঁ-২: সামসুজ্জোহা খান (বিএনপি), এনামুল হক (জামায়াত); নওগাঁ-৩: ফজলে হুদা বাবুল (বিএনপি), মাহফুজুর রহমান (জামায়াত); নওগাঁ-৪: ইকরামুল বারী টিপু (বিএনপি), আব্দুর রাকীব (জামায়াত); নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু (বিএনপি), আ স ম সায়েম (জামায়াত); নওগাঁ-৬: রেজাউল ইসলাম (বিএনপি), খবিরুল ইসলাম (জামায়াত)।

সিরাজগঞ্জ-১: সেলিম রেজা (বিএনপি), শাহীনুর ইসলাম (জামায়াত); সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু (বিএনপি), জাহিদুল ইসলাম (জামায়াত); সিরাজগঞ্জ-৩: আয়নুল হক (বিএনপি), আব্দুর রউফ (খেলাফত-জামায়াত জোট); সিরাজগঞ্জ-৪: আকবর আলী (বিএনপি), রফিকুল ইসলাম খান (জামায়াত); সিরাজগঞ্জ-৫: আমিরুল ইসলাম খান (বিএনপি), আলী আলম (জামায়াত); সিরাজগঞ্জ-৬: এমএ মুহিত (বিএনপি), সাইদ মোস্তাফিজ (এনসিপি-জামায়াত জোট)।

পাবনা-১: শামসুর রহমান (বিএনপি), নাজিবুর রহমান (জামায়াত); পাবনা-২: সেলিম রেজা হাবিব (বিএনপি), হেসাব উদ্দিন (জামায়াত); পাবনা-৩: হাসান জাফির তুহিন (বিএনপি), আজগার আলী (জামায়াত); পাবনা-৪: হাবিবুর রহমান হাবিব (বিএনপি), আবু তালেব (জামায়াত); পাবনা-৫: শামসুন রহমান শিমুল বিশ্বাস (বিএনপি), ইকবাল হোসাইন (জামায়াত)।

নাটোর-১: ফারজানা শারমিন পুতুল (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত); নাটোর-২: রুহুল কুদ্দুস তালুকদার দুলু (বিএনপি), ইউনুস আলী (জামায়াত); নাটোর-৩: আনোয়ারুল ইসলাম আনু (বিএনপি), জার্জিস কাদির বাবু (এনসিপি-জামায়াত জোট); নাটোর-৪: আব্দুল আজিজ (বিএনপি), মাও: আব্দুল হাকিম (জামায়াত)।

চাঁপাইনবাবগঞ্জ-১: শাহাজাহান মিঞা (বিএনপি), ড. কেরামত আলী (জামায়াত); চাঁপাইনবাবগঞ্জ-২: আমিনুল ইসলাম (বিএনপি), ড. মিজানুর রহমান (জামায়াত); চাঁপাইনবাবগঞ্জ-৩: হারুনুর রশীদ (বিএনপি), নুরুল ইসলাম ভুইয়া (জামায়াত)।

জয়পুরহাট-১: মাসুদ রানা প্রধান (বিএনপি), ফজলুর রহমান সাইদ (জামায়াত); জয়পুরহাট-২: আবদুল বারী (বিএনপি), রাশেদুল আলম সবুজ (জামায়াত)।

খুলনা বিভাগ

খুলনা-১: আমির এজাজ খান (বিএনপি), কৃষ্ণ নন্দী (জামায়াত); খুলনা-২: নজরুল ইসলাম মন্জু (বিএনপি), জাহাঙ্গীর হোসেন হেলাল (জামায়াত); খুলনা-৩: রকিবুল ইসলাম বকুল (বিএনপি), অধ্যাপক মাহফুজুর রহমান (জামায়াত); খুলনা-৪: আজিজুর বারী হেলাল (বিএনপি), সাখাওয়াত হোসেন (খেলাফত-জামায়াত জোট); খুলনা-৫: আলী আসগর লবী (বিএনপি), মিয়া গোলাম পরওয়ার (জামায়াত); খুলনা-৬: মনিরুল হাসান বাপ্পী (বিএনপি), আবুল কালাম Azad (জামায়াত)।

যশোর-১: নুরুজ্জামান লিটন (বিএনপি), মাও: আজিজুর রহমান (জামায়াত); যশোর-২: সাবরি সুলতানা (বিএনপি), মোসলেহ উদ্দিন ফরিদ (জামায়াত); যশোর-৩: অনিন্দ্য ইসলাম অমিত (বিএনপি), আব্দুল কাদের (জামায়াত); যশোর-৪: মতিয়ার রহমান ফারাজী (বিএনপি), গোলাম রছুল (জামায়াত); যশোর-৫: রশীদ আহমদ (জমিয়ত-বিএনপি জোট), গাজী এনামুল হক (জামায়াত); যশোর-৬: আবুল হোসেন আজাদ (বিএনপি), মুক্তার আলী (জামায়াত)।

বাগেরহাট-১: কপিল কৃষ্ণ মন্ডল (বিএনপি), মশিউর রহমান (জামায়াত); বাগেরহাট-২: জাকির হোসেন (বিএনপি), মন্জুরুল হক রাহাদ (জামায়াত); বাগেরহাট-৩: শেখ ফরিদুল ইসলাম (বিএনপি), আব্দুল ওয়াদুদ (জামায়াত); বাগেরহাট-৪: সোমনাথ দে (বিএনপি), অধ্যক্ষ আব্দুল হালিম (জামায়াত)।

ঝিনাইদহ-১: আসাদুজ্জামান (বিএনপি), মতিউর রহমান (জামায়াত); ঝিনাইদহ-২: এমএ মজিদ (বিএনপি), মো. আবু বকর (জামায়াত); ঝিনাইদহ-৩: মেহেদী হাসান রনি (বিএনপি), মতিয়ার রহমান (জামায়াত); ঝিনাইদহ-৪: রাশেদ খান (বিএনপি), মাও: আবু তালিব (জামায়াত)।

কুষ্টিয়া-১: রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা (বিএনপি), বেলাল উদ্দিন (জামায়াত); কুষ্টিয়া-২: রাগীব রউফ চৌধুরী (বিএনপি), আব্দুল গফুর (জামায়াত); কুষ্টিয়া-৩: জাকির হোসেন (বিএনপি), আমির হামজা (জামায়াত); কুষ্টিয়া-৪: সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী (বিএনপি), আফজাল হোসেন (জামায়াত)।

সাতক্ষীরা-১: হাবিবুল ইসলাম হাবিব (বিএনপি), অধ্যাপক ইজ্জত উল্লাহ (জামায়াত); সাতক্ষীরা-২: আবদুর রউফ (বিএনপি), মাও: আব্দুল খালেক (জামায়াত); সাতক্ষীরা-৩: কাজী আলাউদ্দিন (বিএনপি), মাও: রবিউল বাশার (জামায়াত); সাতক্ষীরা-৪: ড. মনিরুল ইসলাম (বিএনপি), গাজী নজরুল ইসলাম (জামায়াত)।

নড়াইল-১: বিশ্বাস জাহাঙ্গীর আলম (বিএনপি), মো: ওবায়েদুল্লাহ (জামায়াত); নড়াইল-২: ফরিদুজ্জামান (বিএনপি), আতাউর রহমান (জামায়াত)।

চুয়াডাঙ্গা-১: শরীফুজ্জামান শরীফ (বিএনপি), মাসুদ পারভেজ রাসেল (জামায়াত); চুয়াডাঙ্গা-২: মাহমুদুল হাসান বাবু (বিএনপি), রুহুল আমিন (জামায়াত)।

মাগুরা-১: মনোয়ার হোসেন খান (বিএনপি), আব্দুল মতিন (জামায়াত); মাগুরা-২: নিতাই রায় চৌধুরী (বিএনপি), মুরতারশেদ বিল্লাহ (জামায়াত)।

মেহেরপুর-১: মাসুদ অরুন (বিএনপি), তাজ উদ্দিন খাঁন (জামায়াত); মেহেরপুর-২: আমজাদ হোসেনন (বিএনপি), নাজমুল হুদা (জামায়াত)।

সিলেট বিভাগ

সিলেট-১: খ. আব্দুল মুক্তাদির (বিএনপি), মাও. হাবিবুর রহমান (জামায়াত); সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা (বিএনপি), মুনতাসির আলী (খেলাফত-জামায়াত জোট); সিলেট-৩: এমএ মালিক (বিএনপি), মুসলেহ উদ্দিন রাজু (খেলাফত-জামায়াত জোট); সিলেট-৪: আরিফুল হক চৌধুরী (বিএনপি), জয়নাল আবেদীন (জামায়াত); সিলেট-৫: ওবায়দুল্লাহ ফারুক (জমিয়ত-বিএনপি জোট), আবুল হাসান (খেলাফত-জামায়াত জোট), মামুনুর রশিদ (বিএনপি বিদ্রোহী); সিলেট-৬: এমরান আহমেদ চৌধুরী (বিএনপি), সেলিম উদ্দিন (জামায়াত), ফখরুল ইসলাম (স্বতন্ত্র)।

সুনামগঞ্জ-১: কামরুজ্জামান কামরুল (বিএনপি), তোফায়েল আহমদ (জামায়াত); সুনামগঞ্জ-২: নাছির উদ্দিন চৌধুরী (বিএনপি), শিশির মনির (জামায়াত); সুনামগঞ্জ-৩: কয়ছর এম আহমেদ (বিএনপি), ইয়াসীন খান (জামায়াত); সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম (বিএনপি), শামসদ্দিন (জামায়াত); সুনামগঞ্জ-৫: কলিম উদ্দিন আহমেদ মিলন (বিএনপি), আব্দুস সালাম আল মাদানি (জামায়াত)।

মৌলভীবাজার-১: নাসির উদ্দিন আহমেদ (বিএনপি), আমিনুল ইসলাম (জামায়াত); মৌলভীবাজার-২: শওকতুল ইসলাম (বিএনপি), সায়েদ আলী (জামায়াত); মৌলভীবাজার-৩: নাসের রহমান (বিএনপি), আহম্ত বেলাল (জামায়াত জোট); মৌলভীবাজার-৪: মুজিবুর রহমান (বিএনপি), নুরে আলম হামিদী (খেলাফত-জামায়াত জোট)। 

হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া (বিএনপি), সিরাজুল ইসলাম (জামায়াত); হবিগঞ্জ-২: সাখাওয়াত হাসান জীবন (বিএনপি), আব্দুল বাসিত আজাদ (খেলাফত-জামায়াত জোট); হবিগঞ্জ-৩: জি.কে.গউছ (বিএনপি), মহসিন আহমেদ (জামায়াত); হবিগঞ্জ-৪: সৈয়দ মো. ফয়সাল (বিএনপি), আহমদ আব্দুল কাদের (খেলাফত-জামায়াত জোট)।

রংপুর বিভাগ

রংপুর-১: মোকাররম হোসেন সুজন (বিএনপি), রায়হান সিরাজী (জামায়াত); রংপুর-২: মোহাম্মদ আলী সরকার (বিএনপি), আজহারুল ইসলাম (জামায়াত); রংপুর-৩: সামসুজ্জামান সামু (বিএনপি), মাহবুবুর রহমান বেলাল (জামায়াত); রংপুর-৪: এমদাদুল হক ভরসা (বিএনপি), আখতার হোসেন (এনসিপি-জামায়াত জোট); রংপুর-৫: গোলাম রব্বানি (বিএনপি), গোলাম রব্বানি (জামায়াত); রংপুর-৬: সাইফুল ইসলাম (বিএনপি), নুরুল আমীন (জামায়াত)।

দিনাজপুর-১: মনজুরুল ইসলাম (বিএনপি), মতিউর রহমান (জামায়াত); দিনাজপুর-২: সাদিক রিয়াজ (বিএনপি), আফজালুল আনাম (জামায়াত); দিনাজপুর-৩: জাহাঙ্গীর আলম (বিএনপি), মাইনুল আলম (জামায়াত); দিনাজপুর-৪: আক্তারুজ্জামান মিয়া (বিএনপি), আফতাব উদ্দিন (জামায়াত); দিনাজপুর-৫: একেএম কামারুজ্জামান (বিএনপি), ডা. আহাদ (এনসিপি- জামায়াত); দিনাজপুর-৬: জাহিদ হোসেন (বিএনপি), আনোয়ারুল ইসলাম (জামায়াত)।

গাইবান্ধা-১: জিয়াউল ইসলাম (বিএনপি), মাজেদুর রহমান (জামায়াত); গাইবান্ধা-২: আনিসুজ্জামান বাবু (বিএনপি), আব্দুল করিম (জামায়াত); গাইবান্ধা-৩: মাইনুল হাসান সাদিক (বিএনপি), নজরুল ইসলাম (জামায়াত); গাইবান্ধা-৪: শামীম কায়সার লিংকন (বিএনপি), ডা. আব্দুর রহীম (জামায়াত); গাইবান্ধা-৫: ফারুক আলম সরকার (বিএনপি), ওয়ারেস আলী (জামায়াত)।

কুড়িগ্রাম-১: সাইফুর রহমান রানা (বিএনপি), আনোয়ারুল ইসলাম (জামায়াত); কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন (বিএনপি), ড. আতিক মুজাহিদ (এনসিপি-জামায়াত জোট); কুড়িগ্রাম-৩: তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত); কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান (বিএনপি), মোস্তাফিজুর রহমান (জামায়াত)।

নীলফামারী-১: মন্জুরুল ইসলাম আফেন্দী (জমিয়ত-বিএনপি জোট), মাও: আব্দুস সাত্তার (জামায়াত); নীলফামারী-২: শাহরীন ইসলাম তুহিন (বিএনপি), আব্দুল লতিফ (জামায়াত); নীলফামারী-৩: সৈয়দ আলী (বিএনপি), মাও: ওবায়দুল্লাহ সালাফি (জামায়াত); নীলফামারী-৪: আবদুল গফুর সরকার (বিএনপি), আব্দুল মুনতাকিম (জামায়াত)।

লালমনিরহাট-১: হাসান রাজীব প্রধান (বিএনপি), আনোয়ারুল ইসলাম রাজু (জামায়াত); লালমনিরহাট-২: রোকন উদ্দিন বাবুল (বিএনপি), ফিরোজ হায়দার বাবুল (জামায়াত); লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু (বিএনপি), আবু তাহের (জামায়াত)।

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপি), দেলোয়ার হোসেন (জামায়াত); ঠাকুরগাঁও-২: ডা: আব্দুস সালাম (বিএনপি), মাও: আব্দুল হাকিম (জামায়াত); ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান (বিএনপি), মিজানুর রহমান (জামায়াত)।

পঞ্চগড়-১: ব্যারিস্টার নওশাদ জমির (বিএনপি), সারজিস আলম (এনসিপি-জামায়াত জোট); পঞ্চগড়-২: ফরহাদ হোসেন (বিএনপি), সফিউল ইসলাম (জামায়াত)।

বরিশাল বিভাগ

বরিশাল-১: জহির উদ্দিন স্বপন (বিএনপি), কামরুল ইসলাম খান (জামায়াত); বরিশাল-২: সরফুদ্দিন আহম্মেদ সান্টু (বিএনপি), মাস্টার আব্দুল মান্নান (জামায়াত); বরিশাল-৩: জয়নুল আবেদীন (বিএনপি), আসাদুজ্জামান ফুয়াদ (এবি পার্টি-জামায়াত জোট); বরিশাল-৪: রাজিব আহসান (বিএনপি), মাও. আব্দুল জব্বার (জামায়াত); বরিশাল-৫: মজিবর রহমান (বিএনপি), ফয়জুল করিম (ইসলামী আন্দোলন); বরিশাল-৬: আবুল হোসেন (বিএনপি), মাহমুদুন্নবী তালুকদার (জামায়াত)।

ভোলা-১: আন্দালিব রহমান পার্থ (বিজেপি-বিএনপি জোট), অধ্যক্ষ নজরুল ইসলাম (জামায়াত); ভোলা-২: হাফিজ ইব্রাহিম (বিএনপি), মাও. ফজলুল করিম (জামায়াত); ভোলা-৩: হাফিজ উদ্দিন আহমেদ (বিএনপি), নিজামুল হক নাঈম (জামায়াত); ভোলা-৪: নুরুল ইসলাম নয়ন (বিএনপি), অধ্যক্ষ মোস্তফা কামাল (জামায়াত)।

পটুয়াখালী-১: আলতাফ হোসেন (বিএনপি), নাজমুল আহসান (জামায়াত); পটুয়াখালী-২: শহিদুল আলম (বিএনপি), শফিকুল ইসলাম মাসুদ (জামায়াত); পটুয়াখালী-৩: নুরুল হক নুর (গণ অধিকার পরিষদ-বিএনপি জোট), শাহ আলম (জামায়াত), হাসান মামুন (স্বতন্ত্র); পটুয়াখালী-৪: মোশাররফ হোসেন (বিএনপি), জহির উদ্দিন (খেলাফত-জামায়াত জোট)।

আরও পড়ুন: ফেসবুক এনগেজমেন্ট কতটা ব্যবধানে এগিয়ে তারেক রহমান, অন্যদের অবস্থান কত?

পিরোজপুর-১: আলমগীর হোসেন (বিএনপি), মাসুদ সাঈদী (জামায়াত); পিরোজপুর-২: সোহেল মঞ্জুর সুমন (বিএনপি), শামীম সাঈদী (জামায়াত); পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল (বিএনপি), শামীম হামিদী (এনসিপি-জামায়াত জোট)।

বরগুনা-১: নজরুল ইসলাম মোল্লা (বিএনপি), জাহাঙ্গীর হোসাইন (খেলাফত-জামায়াত জোট); বরগুনা-২: নুরুল ইসলাম মণি (বিএনপি), ডা. সুলতান আহমেদ (জামায়াত)।

ঝালকাঠি-১: রফিকুল ইসলাম (বিএনপি), ফয়জুল হক (জামায়াত); ঝালকাঠি-২: ইলেন ভুট্টো (বিএনপি), নেয়ামুল করিম (জামায়াত)।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ-১: এমরান সালেহ প্রিন্স (বিএনপি), তাজুল ইসলাম (খেলাফত-জামায়াত জোট); ময়মনসিংহ-২: মোতাহের হোসেন (বিএনপি), মুহাম্মাদুল্লাহ (খেলাফত-জামায়াত জোট); ময়মনসিংহ-৩: ইকবাল হোসেইন (বিএনপি), আবু তাহের খান (নেজামে ইসলাম-জামায়াত জোট); ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ (বিএনপি), কামরুল আহসান (জামায়াত); ময়মনসিংহ-৫: জাকির হোসেন (বিএনপি), মতিউর রহমান (জামায়াত); ময়মনসিংহ-৬: আখতারুল আলম (বিএনপি), কামরুল হাসান (জামায়াত); ময়মনসিংহ-৭: মাহবুবুর রহমান (বিএনপি), আছাদুজ্জামান (জামায়াত); ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ (বিএনপি), আওরঙ্গজেব বেলাল (এলডিপি-জামায়াত জোট); ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী (বিএনপি), আনোয়ারুল ইসলাম (বিডিপি-জামায়াত জোট); ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান (বিএনপি), মো. ইসমাঈল (জামায়াত); ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ (বিএনপি), জাহিদুল ইসলাম (এনসিপি-জামায়াত জোট)।

জামালপুর-১: রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), নাজমুল হক (জামায়াত); জামালপুর-২: সুলতান মাহমুদ (বিএনপি), সামিউল হক (জামায়াত); জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান (বিএনপি), মজিবুর রহমান (জামায়াত); জামালপুর-৪: ফরিদুল কবির (বিএনপি), আব্দুল আওয়াল (জামায়াত); জামালপুর-৫: ওয়ারেছ আলী (বিএনপি), আব্দুস সাত্তার (জামায়াত)।

নেত্রকোনা-১: কায়সার কামাল (বিএনপি), গোলাম রব্বানি (খেলাফত-জামায়াত জোট); নেত্রকোনা-২: আনোয়ারুল হক (বিএনপি), এনামুল হক (জামায়াত); নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), খয়রুল কবীর (জামায়াত); নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর (বিএনপি), আবু হেলাল (বিএনপি); নেত্রকোনা-৫: আবু তাহের (বিএনপি), মাসুম মোস্তফা (জামায়াত)।

শেরপুর-১: সানসিলা জেবরিন (বিএনপি), রাশেদুল ইসলাম (জামায়াত); শেরপুর-২: ফাহিম চৌধুরী (বিএনপি), গোলাম কিবরিয়া (জামায়াত); শেরপুর-৩: মাহমুদুল হক (বিএনপি), নুরুজ্জামান বাদল (জামায়াত)।

বিইউবিটিতে ‘গবেষণা পদ্ধতি: বাস্তব জীবনে অর্থনৈতিক অগ্রগতি’ …
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কার করতে তারেক রহমানকে অনু…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিরপেক্ষতার প্রশ্নে আমরা সামান্যতম বিচ্যুতি গ্রহণ করব না: ই…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে: এমপি প্রার্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইবিতে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের …
  • ২৭ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬