বশেফমুবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

বশেফমুবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত
বশেফমুবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত  © সংগৃহীত

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত মঞ্চে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয় চত্বরে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মেধার সর্বোচ্চ স্বাক্ষরের পরিচয় দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো। নানা চ্যালেঞ্জ স্বত্ত্বেও আমরা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা দেয়ার চেষ্টা করছি। তোমরা নতুন স্বপ্ন দেখবে, তা বাস্তবায়ন করবে-শিক্ষকবৃন্দ তোমাদের সেভাবে দিক-নির্দেশনা দেবেন।  

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন, জ্ঞানের যতগুলো শাখা রয়েছে সব শাখাতেই তোমাদের বিচরণ থাকতে হবে। শিক্ষার কোনো মুহূর্তই যেন তোমাদের জীবন থেকে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ে নানা পথ ও মত রয়েছে। সেগুলো থেকে তোমাদের ভালো পথ বেছে নিয়ে এগোতে হবে। তোমরা এমন শিক্ষা নিয়ে বেড়িয়ে যাবে যাতে এ বিশ্ববিদ্যালয় ও দেশের মুখ উজ্জ্বল হয়, জাতির কল্যাণে কাজে লাগে। 

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

নবীন শিক্ষার্থীদের মধ্যে ফিশারিজ বিভাগের মির্জা শাহরিন সাবা ও গণিত বিভাগের মিরাজ হোসেন তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নবীন বরণ উদযাপন কমিটির সভাপতি ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. মৃনাল কান্তি রায় চৌধুরী, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. হুমায়ন কবির, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, ব্যস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মুহাম্মদ রফিকুল বারী, নূরুন্নাহার বেগম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মৌসুমী আক্তার, ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী বিশেষ অতিথির বক্তৃতা করেন। নবীনবরণ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ইলিয়াছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক তাইফুল ইসলাম পলাশ, ইয়াসিন আরাফাত সৌরভ প্রমুখ বক্তব্য দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence