শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময়

১৮ অক্টোবর ২০২৩, ০৮:০২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
 শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময় 

 শাবি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতবিনিময়  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ এর নেতৃবৃন্দ। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টুরিস্ট ক্লাবের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক জাহিন সিদ্দিকি, দিক থিয়েটারের সভাপতি মো. শাকিল, আজ মুক্তমঞ্চের সভাপতি মো. হাসিবুল ইসলাম ধ্রুব ও সিনিয়ন সহ-সভাপতি মাহফুজুল মিথুন, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি কাজী দানিয়েল মামুন ও সহ-সভাপতি কানিজ ফাতেমা শিপু।

এছাড়াও সাস্ট সায়েন্স এ্যারেনার সভাপতি জেড এম তৌহিদুল ইসলাম সিজন, কিনের সহ-সভাপতি সালমান আসাদ্দু, থিয়েটার সাস্টের আহ্বায়ক মেহেদি হাসন মিঠু, শাহাজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের প্রশিক্ষক আশিকুর রহমান সাকিব, চোখ ফিল্ম সোসাইটির মিডিয়া এন্ড পাবলিকেশন্স সেক্রেটারি মো. হামিম চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে শাবি প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র, সাধারণ সম্পাদক হাসান নাঈম, যুগ্ম-সম্পাদক জুবায়েদুল হক রবিন, দপ্তর সম্পাদক নাইম আহমদ শুভ, কার্যকরী সদস্য আদনান হৃদয়, সাগর হাসান শুভ্রসহ অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  
 
সভায় সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ প্রেসক্লাবের নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম হলো রুমের সংকট। 

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও ইউনিভার্সিটি সেন্টারের অব্যবস্থাপনা, ক্যাম্পাসে খাবার দোকানের সংকটসহ নানা সমস্যার কথা বলেন তারা। এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন কনসার্টে মাদক সেবন, মারামারি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এসব বিষয়ে প্রশাসনের আরো বেশি নজর দেয়া উচিত বলে মনে করেন সাংস্কৃতিক জোটের নেতারা। 

ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি তুলে ধরে জোটের নেতারা বলেন, আমরা বিভিন্ন সময় প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে অর্থনৈতিক সমস্যার পড়ি। অন্যান্য ক্যাম্পাসে দেখা যায় সাংস্কৃতিক সংগঠনগুলো অর্থনৈতিক সুবিধা পায়, এক্ষেত্রে আমাদের ক্যাম্পাস ব্যতিক্রম। আগে বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে সাংস্কৃতিক জোটকে অন্তর্ভূক্ত করা হলেও বর্তমানে তা করা হচ্ছে না, যা খুবই দুঃখজনক। এছাড়াও ক্যাম্পাসে সাংস্কৃতিক সংগঠনগুলোকে ব্যানার ফেস্টুন লাগাতে বাঁধা, সন্ধ্যার পর ক্যাম্পাসে অবস্থাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমরা চাই, ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ফিরে আসুক।

এসময় প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম রুদ্র বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যায়ের সাংস্কৃতিক অঙ্গনকে দেশের মানুষের কাছে তুলে ধরছে। সাংস্কৃতিক সংগঠনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।

‘পে স্কেল দেবে না অন্তর্বতী সরকার’ বক্তব্যের প্রতিবাদে যা ব…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দারাজ বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬
একনজরে দেখুন ৩০০ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী তালিকা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিক্রিয়ায় যা বললেন মির্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাহাড়ের ভোট কার দিকে যাচ্ছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬