র‌্যাগিংয়ে জড়িত শিক্ষার্থীদের সরাসরি বহিষ্কার করা হবে: যবিপ্রবি উপাচার্য

উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন
উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন  © টিডিসি ফটো

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যারা র‌্যাগ দিবে এবং যারা র‌্যাগিং এর শিকার হয়ে চুপ থাকবে, র‌্যাগারদের বাঁচানোর চেষ্টা করবে, উভয় পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাগিং যারা করবে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বহিষ্কার করা হবে। র‌্যাগিংয়ে জড়িতদের এমন ব্যবস্থা করা হবে, যেন সে আর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে। 

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন। এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় ইংরেজি বিভাগ।

অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি অত্যন্ত দ্রুত বর্ধনশীল একটি বিশ্ববিদ্যালয়। বর্তমানে এতো দ্রুত বর্ধনশীল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর একটি নেই। এ রকম ক্রমবর্ধনশীল বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে অভিভাবক হিসেবে তোমাদের স্বাগত জানাচ্ছি। খুব দ্রুত এই বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে। সকল শিক্ষার্থীকে আবাসিক থাকতে হবে। তিনি বলেন, এখনকার শিক্ষার্থীরা কিন্তু অনেক মেধাবী। আমাদের বাঙালিদের যে কৃষ্টি-কালচার আছে, তা বজায় রেখে মানবিক গুণাবলী অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে।

আরও পড়ুন: এডিসি হারুনের বিরুদ্ধে মামলা করবে না ছাত্রলীগ

শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ট্যতায় ভালো হতে হবে। আলোকিত মানুষ হতে হবে। পড়ালেখার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো: মনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগটির সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানে বিভাগটির সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ মামুন, ড. মরিয়ম জামিলা, মো. আব্দুল হালিম, শারমিন সুলতানা, তানজীর আহমেদ, প্রভাষক তাবাস্সুম ইসলাম নবনী, তুসমিত মেহরুবা আঁকা, মাহমুদুর রহমান সিয়ামসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক তুলে দিয়ে বিশেষ সম্মাননা জানানো হয়। এরপর ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তামান্না নুরার কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য, কবিতা আবৃত্তি, দেশীয় সঙ্গীতের মনোরম উপস্থাপনা উপভোগ করেন দর্শক-শ্রোতা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তুরাইসা বিনতে হুমায়ন ও সৈয়দ আব্দুন নূর।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence