র‌্যাগিং প্রতিরোধে সোচ্চার হাবিপ্রবি প্রশাসন 

২৩ আগস্ট ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে ৪টি অনুষদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে-১ ও ২ এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। চলে বিকাল ৪ টা পর্যন্ত।

নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ র‍্যাগিং থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। 

এসময় তিনি বলেন, ‘র‍্যাগিং হলো নবাগত বা জুনিয়র শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিব্রত করা, ক্ষতি করা, অপমান করা, শারীরিক, মানসিক নির্যাতন করা ও আক্রমনাত্মক ব্যবহার করা। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ে ‘হাবিপ্রবি র‍্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা ২০২১’ চালু করা হয়। র‍্যাগিং এ কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ নীতিমালা  অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়েছে। শাস্তিগুলো হলো-
১. সতর্কতা 
২. বিভিন্ন মেয়াদে শিক্ষা কার্যক্রম হতে স্থায়ী বহিষ্কার 
৩. শিক্ষা কার্যক্রম হতে স্থায়ী বহিষ্কার
৪. আবাসিক হল হতে স্থায়ী বহিষ্কার 
৫.ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রচলিত ফৌজদারী কার্যবিধী অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহিনী বরাবর ব্যবস্থা 
গ্রহণের জন্য প্রেরণ

এছাড়াও র‌্যাগিং ঠেকাতে ছাত্র পরামর্শ ও নির্দেশনা  বিভাগের  কাছ থেকেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ।  বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের আগে থেকে আমরা অ্যান্টি র‌্যাগিং প্রচারণা শুরু করেছি। প্রত্যেক বিভাগের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করা হয়েছে।'

মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কসহ শতাধিক নেতাকর্মীর জামায়াতে য…
  • ২৮ জানুয়ারি ২০২৬
এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬