৩১ দাবিতে আন্দোলনে ডিজিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

২০ আগস্ট ২০২৩, ০৪:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
অবস্থান কর্মসূচি পালন

অবস্থান কর্মসূচি পালন © টিডিসি ছবি

দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে সেমিস্টার ফি নির্ধারণসহ ৩১ দফা দাবিতে আন্দোলন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকাল ৭টা থেকে রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করছেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের অনিয়ম-অসুবিধা নিয়ে বারবার প্রশাসনকে বলেছি। কিন্তু তারা এ বিষয়ে কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা আন্দোলন নেমেছি।

তিনি আরও জানান, সকাল ৭টা থেকে ৩১ দফা দাবিতে আন্দোলন চলছে। যতক্ষণ পর্যন্ত না ভিসি স্যার এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস কিংবা আলোচনায় না বসবেন, ততক্ষণ এ আন্দোলন চলবে।

তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম বলেন, তাদের এসব দাবি-দাওয়ার কোন ভিত্তি নেই। অন্য একটা ইস্যুকে পুঁজি করে তারা আন্দোলনে নেমেছেন। তাই এ বিষয়টি নিয়ে আলোচনায় বসবো কিভাবে? এ কারণে আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। 

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গত ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর নামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে শাখা ছাত্রলীগ। এ আয়োজন নিয়ে শাখা ছাত্রলীগের নেতারা তাদের জুনিয়ার দুই ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। পরে তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে। পরবর্তীতে এ ঘটনার ধামাচাপা দিতে ছাত্রলীগ আন্দোলনে নেমেছে বলে ওই সূত্র জানিয়েছে।

সূত্র আরও জানায়, অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম ভিসির দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ ও টেন্ডাররের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের কাছে গেলেও বিষয়টি নিয়ে তেমন কোন সাড়া পাননা ছাত্রলীগের নেতারা। এ কারণে আগে থেকে প্রশাসনের প্রতি ছাত্রলীগের ক্ষোভ রয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটির অনুমো…
  • ০৩ জানুয়ারি ২০২৬
পরিবারসহ আন্দোলনে নামছেন মোবাইল ব্যবসায়ীরা
  • ০৩ জানুয়ারি ২০২৬
দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নিহত
  • ০৩ জানুয়ারি ২০২৬
ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঢাবির হল অডিটোরিয়ামে ভারতের খেলা দেখায় নিষেধাজ্ঞা সংসদ নেতা…
  • ০৩ জানুয়ারি ২০২৬
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!