যবিপ্রবি'র কেমিকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান ড. এস এম নুর আলম

০৬ আগস্ট ২০২৩, ০৭:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ড.এস.এম নুর আলম

ড.এস.এম নুর আলম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস.এম নুর আলম। শনিবার (৫ আগষ্ট) যবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, কেমিকৌশল বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো: জাবেদ হোসেন খান এর বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ ৫ আগস্ট ২০২৩ তারিখ শেষ হওয়ায় উক্ত বিভাগের 'বিভাগীয় চেয়ারম্যান' হিসেবে ৬ আগস্ট ২০২৩ তারিখ হতে উক্ত বিভাগের জ্যেষ্ঠ সহযোগী অধ্যাপক ড.এস.এম.নুর আলম কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ২৫(৩) ধারা অনুযায়ী পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য কেমিকৌশল  বিভাগের 'বিভাগীয় চেয়ারম্যান' এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আরও পড়ুন: ফল চ্যালেঞ্জের আবেদন করেছেন ঢাকা বোর্ডের ৭৩ হাজার শিক্ষার্থী

এ বিষয়ে  ড. এস.এম নুর আলম বলেন, সকল শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা এবং কর্মচারীদের কঠোর চেষ্টায় যবিপ্রবির কেমিকৌশল বিভাগ এখন অন্য সকল বিভাগ থেকে অনন্য উচ্চতায়। আমি চেষ্টা করব কেমিকৌশল বিভাগের এ সফলতা ধরে রাখার জন্য। এসময় তিনি বিভাগের উন্নয়নের জন্য যা যা দরকার এবং করনীয় তাই করবেন বলেও অভিমত ব্যক্ত করেন। 

উল্লেখ্য, তিনি জাপানের কোমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে এম এস সি ও বি এস সি ডিগ্রি লাভ করেন।

বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্তির আবেদন ৩৬১৫, যাচাইয়ের প্রাথমিক সভা বুধবার
  • ২৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান
  • ২৬ জানুয়ারি ২০২৬
লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২০
  • ২৬ জানুয়ারি ২০২৬
জামায়াতের সমাবেশে বিপুল নারীর উপস্থিতি, কী প্রতিশ্রুতি দিলে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের তথ্য চাইল মাউশি
  • ২৬ জানুয়ারি ২০২৬