আটক বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে শিবির সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়েছে

৩১ জুলাই ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
তাহিরপুর থানা

তাহিরপুর থানা © ফাইল ছবি

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একটি পর্যটকবাহী নৌকা থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ সময় নৌকার দুই মাঝিকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। গতকাল রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় তাদের আটকের পর আজ সোমবার (৩১ জুলাই) গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে পুলিশ খবর পায় টাঙ্গুয়ার হাওরে পর্যটক হিসেবে যাওয়া ৩৪ জনের একটি দল সরকারবিরোধী নাশকতার পরিকল্পনা করছে। পরে সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদী পাড়ের দুধের আওটা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটকদের সকলেই বুয়েটের শিক্ষার্থী যার মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। ওই শিক্ষার্থীদের সঙ্গে পর্যটনের নৌকার দুইজন স্টাফকেও আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ বিকেল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

পুলিশ আরও জানায়, আটকরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। তারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে কয়েকজন সাবেক শিক্ষার্থীও রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে করা হচ্ছে সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেট। তাদের আজ সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ্ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। এরা বুয়েটের শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীও রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে- এরা সবাই ইসলামী ছাত্রশিবির কর্তৃক মোটিভেটেড। তাদের আজ সন্ধ্যার আগেই আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞানসম্মত যে পাঁচ অভ্যাস দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের চাবিকা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কথাবার্তা যত কম, ততো ভালো- ব্যারিস্টার রুমিন ফারহানা
  • ২৮ জানুয়ারি ২০২৬
সরকারি ৩৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ
  • ২৮ জানুয়ারি ২০২৬
এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেয়েছেন ১০৮ শিক্ষার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা, সভা শু…
  • ২৮ জানুয়ারি ২০২৬
১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage