রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিডিইউ উপাচার্যের অভিনন্দন

২৬ এপ্রিল ২০২৩, ১১:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর আচার্য মো. সাহাবুদ্দিনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

বুধবার এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের যোগ্য নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় নতুন এক মাত্রা যুক্ত হবে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, নবনিযুক্ত রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ)-এর আচার্য মো. সাহাবুদ্দিন এর বিচক্ষণ দিক নির্দেশনায় উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার সর্বাধিক গুরুত্ব পাবে। একইসঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা আরো উন্নতি ও প্রসার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য। এছাড়াও তিনি নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

বাংলাদেশের সব ধরনের বিশ্ববিদ্যালয়ের আচার্য হচ্ছেন রাষ্ট্রপতি। যিনি সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান। দেশে বর্তমানে দেড়শটিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন থেকে এসব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে পদাধিকার বলে অধিষ্ঠিত থাকবেন নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage