যবিপ্রবি

হলের পর এবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুই ছাত্রলীগ কর্মী

  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান হলে এক শিক্ষার্থীকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভুক্তভোগী শিক্ষার্থী ইসমাইল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোয়েব আলী  এবং  মোঃ সালমান এম রহমান।

সোমবার (০৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার উপপরিচালক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: জামিন পেলেন প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান

এর আগে রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে আটকে ওই শিক্ষার্থীকে রড, জিআই পাইপ ও বেল্ট দিয়ে মারধর করে একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী শোয়েব এবং সালমান। রাতে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘সিলগালা’ করা হয়েছে মশিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষটি।

এমনকি এর আগেও এই দুজনের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের শিবির উপাধি দিয়ে চাঁদা দাবি করারও অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থী। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সভাপতি সোহেল রানার অনুসারী হিসেবে পরিচিত। 


সর্বশেষ সংবাদ