ববিতে শূন্য আসন ২০২, রিপোর্টিং ১২ ফেব্রুয়ারি

১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:২৯ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয়

প্রথম গণবিজ্ঞপ্তিতে ভর্তি শেষে এখনও বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০২টি মোট আসন ফাঁকা রয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ সকল আসনে আসনে ভর্তির জন্য দ্বিতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য সচিব  মুহসিন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রদত্ত তথ্য অনুযায়ী এ ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে ১৫২টি, বি ইউনিটে ২৯টি এবং সি ইউনিটে ২১টি আসন শূন্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে এসকল আসনে ভর্তির জন্য এ ইউনিটে ৩০০১ থেকে ৫০০০, বি ইউনিটে ১৭০১ থেকে ২২০০, সি ইউনিটে ১৫০১ থেকে ২০০০ পর্যন্ত মেধাক্রমের শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ১২ ফেব্রুয়ারি তারিখ সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে বলা হয়েছে।

আরো পড়ুন: পাবিপ্রবির ৭৯ আসনে ভর্তি ১২ ফেব্রুয়ারি

সাক্ষাৎকারের জন্য প্রযোজ্য:
১। ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের চয়েস ফরম সঙ্গে আনতে হবে।
২। সাক্ষাৎকারে উপস্থিত না হলে উপরোল্লিখিত মেধাক্রমসীমার মধ্যস্থিত কোনো শিক্ষার্থী পরবর্তীতে আর ভর্তির জন্য বিবেচিত হবে না। 
৩। মেধা তালিকার ভিত্তিতে নির্ধারিত বিভাগে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ১৪ ফেব্রুয়ারি তারিখে প্রকাশিত হবে।
৪। নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি তারিখ সকাল সাড়ে ৯টা হতে বিকাল ৪টার মধ্যে এডিমিশন গাইডলাইন (ভর্তি ফরম পূরণ, ফি প্রদান, কাগজপত্র জমা দেওয়া) অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৫। ১৬ ফেব্রুয়ারির পরে ভর্তির জন্য নির্ধারিত আসন শূন্য থাকা সাপেক্ষে সাক্ষাৎকার প্রদত্ত শিক্ষার্থীদের মধ্য থেকে অপেক্ষমাণ তালিকা হতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

উল্লেখ্য, আসন সংখ্যা পূর্ণ না হলেও এক ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ক্লাস শুরু হয়েছে ।

 

নজরুল কলেজ পরীক্ষাকেন্দ্রে ব্যাপক নকলের অভিযোগ সোহরাওয়ার্দ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
লাল ফিতা সংস্কৃতি চিরতরে ভাঙা হবে, শিল্প মালিকদের অঙ্গীকার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
পাচার করা অর্থ ফিরিয়ে আনলে রাষ্ট্র তাদেরকে আরও সম্মান দেবে:…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই রাষ্ট্রপতির নামে থাকা সরকারি কলেজের নাম পরিবর্তন, প্রজ্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
টেংরাটিলা বিস্ফোরণে ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়কের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬