৮ম প্রতিষ্ঠাবাৰ্ষিকী উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির র্যালি © টিডিসি ফটো
নানা আয়োজনের মধ্য দিয়ে ৮ম প্রতিষ্ঠাবাৰ্ষিকী উদযাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) সাংবাদিক সমিতি। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপাচার্য ড. একিউএম মাহবুবের নেতৃত্বে শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সকলের উপস্থিতিতে কেক কাটেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোবারক হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, সহ-সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, আইন বিভাগের ডিন ড. রাজিউর রহমান, ইতিহাস বিভাগের সভাপতি সানজিদা পারভিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মানিক চক্রবৰ্তী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর সচী চক্রবৰ্তী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বশেমুরবিপ্রবিসাসের সদস্যবৃন্দ।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে দুপুর ১ টায় টুংগিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতির সদস্যর।
আরো পড়ুন: বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের কমিটির দাবিতে মানববন্ধন
অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, সেহেতু তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনারাও অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো ও সবার মাঝে তুলে ধরবেন।
উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই এ সংগঠনের যাত্রা শুরু। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে হবে। সাংবাদিকদের বিভক্ত হওয়া বা পক্ষপাতিত্ব করা উচিত নয়। আমি আশা করি বশেমুরবিপ্রবিসাস এর সদস্যরা সর্বদা সত্যের পথে থাকবেন।
সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, ২০১৫ সালে 'সত্য ও ন্যায়ের পথে' এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা শুরু হয়। তারপর থেকে নানা প্রতিবন্ধকতা সম্মুখীন হতে হয়েছে তবুও হাল ছাড়ি নি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের একমাত্র লক্ষ্য।
উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।