বশেমুরবিপ্রবিতে শিক্ষক সমিতির নির্বাচন ২৯ জানুয়ারি

১১ জানুয়ারি ২০২৩, ১০:২৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ জানুয়ারী। প্রধান নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার সাক্ষরিত তফসিলের মাধ্যমে বুধবার বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষক সমিতির এবারের নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে যথাক্রমে ১২ ও ১৬ জানুয়ারি,  মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৭-১৯ জানুয়ারি এবং মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে ২১ জানুয়ারি।

এছাড়া, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৩ জানুয়ারি বিকেল ৪.০০ টার মধ্যে। একইদিন বিকেল ৫.০০ টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ২৯ জানুয়ারি সকাল ১০.০০ টা থেকে বিকেল ৪.০০ টার মধ্যে চূড়ান্ত ভোটগ্রহণ করা হবে এবং সন্ধ্যা ৬.০০ টায় ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন:বশেমুরবিপ্রবির বাংলা বিভাগের আয়োজনে পিঠা উৎসব কাল

নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. নিশীথ কুমার বলেন, ‘আমরা বর্তমানে ভোটার তালিকা তৈরির কাজ করছি। যেহেতু এটি বিজ্ঞজনদের নির্বাচন তাই আশা করছি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

প্রসঙ্গত, বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন-২০২৩ এ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিশীথ কুমার এবং নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুবাইর আল মাহমুদ ও আইন বিভাগের সহকারী অধ্যাপক সুরাইয়া জেবিন।

রাতে ঘুম না আসলে কী করবেন?
  • ৩০ জানুয়ারি ২০২৬
কবি নজরুল কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ডিজিটাল বাংলাদেশে সনাতন গোবিপ্রবি, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জাপানের এনইএফ বৃত্তি পেল শেকৃবির ২৯ শিক্ষার্থী
  • ৩০ জানুয়ারি ২০২৬
জমিজমা নিয়ে বিরোধে বিএনপি নেতার মৃত্যুকে ‘জামায়াতের হামলায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬