চনপাড়ায় খুন হন ফারদিন: ডিবি

১৩ নভেম্বর ২০২২, ০৮:৩৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
ফারদিন নূর পরশ

ফারদিন নূর পরশ © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায় হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তদন্ত–সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর আগে রাজধানী ঢাকার কোনো এক এলাকায় ফারদিনকে হত্যা তরা হয় বলে ধারণা করেছিল ডিবি।

শনিবার (১২ নভেম্বর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে জানান, ৪ নভেম্বর রাতে ফারদিনের সর্বশেষ মোবাইল ফোনের অবস্থান ছিল চনপাড়ায়। এটি রাজধানীর ডেমরা ও নারায়ণঞ্জের রূপগঞ্জসংলগ্ন এলাকা।

তিনি আরও জানান, ফারদিনের গতিবিধি ও মুঠোফোনের অবস্থান পর্যালোচনা করে মনে হচ্ছে চনপাড়া বাজার এলাকায় নিখোঁজের দিন দিবাগত ভোররাতে কোনো ঘটনা ঘটেছিল। তবে প্রকৃত ঘটনা এখনো স্পষ্ট নয়।

মামলা তদন্তের অগ্রগতি প্রসঙ্গে শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, আমরা পারিপার্শ্বিকতা, বিভিন্ন বিষয় বিচার–বিশ্লেষণ করছি। আমাদের দল সব বিষয়, তথ্য ও উপাত্ত সংগ্রহ করে বিচার–বিশ্লেষণ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায় চনপাড়া বস্তির একাধিক বাসিন্দা জানিয়েছেন, ৪ নভেম্বর রাতে বস্তির ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের সংযোগ সড়কের পাশে আল-আমিন স্কুল ও আল-আরাফা মাদ্রাসার পাশে একটি বাসায় তারা হট্টগোলের আওয়াজ পান। সেখানে কাউকে জিম্মি করে পেটানোর শব্দ তারা শুনেছেন। ওই এলাকায় মাদক স্পট চালান মনু নামের এক নারী। একাধিক গোয়েন্দা সংস্থা ওই নারীকে খুঁজছে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার বেড়াজালে স্বপ্নভঙ্গ ঢাবিতে সুযোগ পাওয়া শাওনের।

এদিকে, শীতলক্ষ্যা থেকে ফারদিনের লাশ উদ্ধারের পরদিন ৮ নভেম্বর নারায়ণগঞ্জ সদরের সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদী থেকে অচেনা এক যুবকের লাশ মেলে। তাঁর বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। পরনে কালো রঙের ট্রাউজার ও ছাই রঙের গেঞ্জি ছিল। ওই লাশ শুক্রবার পাগলা শাহি মসজিদ এলাকায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

নারায়ণগঞ্জের পাগলার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শারজাহান আলী বলেন, লাশ পচে গলে যাওয়ায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়নি। তবে ডিএনএ পরীক্ষার জন্য আলামত পাঠানো হয়েছে। ওই যুবকের মাথা, কপাল ও চোখে আঘাতের চিহ্ন ছিল। ক্ষতস্থানগুলোতে সেলাই রয়েছে। 

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০২৬
একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ঢাবি উপাচার্য
  • ২৯ জানুয়ারি ২০২৬
চেহারায় আমূল পরিবর্তন, জন আব্রাহামের স্বাস্থ্য নিয়ে উদ্বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফ্যাক্ট বিএনপির চেয়ারম্যান, কম যান না ডা. খালিদুজ্জামানও
  • ২৯ জানুয়ারি ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৮৮, আবেদন এইচএসসি-এসএসসি…
  • ২৯ জানুয়ারি ২০২৬