বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিচার পাওয়া নিয়ে শঙ্কায় মা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১০:০৮ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২২, ১০:০৮ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন নূর পরশের হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মা ফারহানা ইয়াসমিন।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার দেলপাড়া কেন্দ্রীয় কবরস্থানের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই শঙ্কার কথা জানান তিনি।
ফারহানা ইয়াসমিন বলেন, ‘আমরা তিল তিল করে আমাদের সন্তানদের গড়ি, আর আমাদের সন্তানরা শেষ হয়ে যায়। এইটা তো সরকার দেখল না। আজকে কেস (মামলা) হবে, পরশুদিন বের হয়ে চলে যাবে, দেশে এই তো হচ্ছে। এ কারণেই আরেকটি ছেলের ক্ষতি হয়ে যায়। তা না হলে কারোর সাহস ছিল না আবরার মরার পরে বুয়েটের কোনো ছেলের গায়ে হাত তোলা।’
তিনি বলেন, ‘আমার মেধাবী ছেলেটা বুয়েটে পড়তে যাইয়ে শ্যাষ হইয়ে আসছে। আমরা তিল তিল করে সন্তানরে গড়ছি, কিন্তু সন্তান শেষ হয়ে গেল। এত কলিজা কাদের আছে তাদের তো আপনারা খুঁজে বের করতে পারেন না।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার দাবি কী পূরণ করতে পারবেন আপনারা? আমার সন্তান ৩ দিন ধরে নিখোঁজ। আপনারা তো খুঁজে আনতে পারেন নাই। আপনাদের কী বলব, আপনারা তো শুধু বলেই চলে যান।’
তিনি আরও বলেন, ‘বুয়েটে তো আরও একটি ছেলে মারা গেল, তো আপনারা কী করতে পারছেন বলেন? আপনারা তো শুধু রিপোর্ট লিখবেন। আর কিচ্ছু করার নাই আপনাদের।’