পে স্কেলের দাবিতে কর্মচারীদের মহাসমাবেশ, অনুমতির বিষয়ে যা বলছে ডিএমপি

পে-স্কেল ও ডিএমপি
পে-স্কেল ও ডিএমপি  © ফাইল ছবি

নবম পে-স্কেলের দাবিতে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনার মহাসমাবেশ আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। এজন্য ডিএমপি কমিশনার বরাবর আবেদন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অপারেশন) মোল্লা আজাদ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী শুক্রবার জাতীয় শহিদ মিনার চত্বরে পে স্কেলের কার্যকরের দাবিতে মহাসমাবেশ আয়োজনের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করা হয়েছে। আমরা আবেদনটি ট্রাফিক ও ক্রাইম ডিভিশনে পাঠিয়েছি। তাদের মতামত পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে।’

আবেদনে উল্লেখ করা হয়েছে, ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার নিকট পেশ এবং ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ—এ দুই দাবিকে সামনে রেখে কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। সরকারের পক্ষ থেকে পে-কমিশন গঠন করা হলেও বাস্তবায়ন প্রক্রিয়া নানা তালবাহানায় বিলম্বিত হচ্ছে বলে দাবি সংগঠনের।

তাদের মতে, বর্তমান বেতনভাতা দিয়ে বাংলাদেশের কর্মচারীদের সংসার চালানো একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে আগামী ৫ ডিসেম্বর সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশে সরকারি, স্বায়ত্তশাসিত, আংশিক সরকারি, এমপিওভুক্ত সব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও কর্মচারীরা অংশ নেবেন।

আবেদনে আরও বলা হয়েছে, মহাসমাবেশে অংশ নিতে বিভিন্ন জেলা–উপজেলা থেকে আসা বাস–মাইক্রোবাসসহ পরিবহন যেন নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ, পার্কিং ও বাহির হতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ