শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের দাবি আদায়ে একত্রিত হলো ১৫ সংগঠন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৮ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০৫:০৯ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের দাবি আদায়ে বিভিন্ন নামে থাকা ১৫টি কর্মচারী সংগঠন একত্রিত হয়ে নতুন জোট গঠন করেছে। সম্প্রতি রাজধানীর আর কে চৌধুরী ডিগ্রি কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ঘটে।
জানা গেছে, কর্মচারীদের শতভাগ উৎসব ভাতা, ম্যানেজিং কমিটিতে কর্মচারীদের অন্তর্ভুক্ত করা, শিক্ষকদের মতো কর্মচারীদের বদলি এবং ১০ বছর পর পদোন্নতি চালুর দাবিতে সংগঠনটি কাজ করবে।
বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক রাজা, সদস্য সচিব মো. আদদান হাবিব, অতিরিক্ত সচিব তৌহিদুল ইসলাম, মুখপাত্র মো. জাফর আলী, সহ-মুখপাত্র রাসেল মন্ডল নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রতি সংগঠনের সভাপতিকে আহবায়ক এবং মহাসচিবকে যুগ্ম আহবায়ক এবং প্রতি সংগঠন থেকে তিনজনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
এ বিষয়ে সংগঠনের মুখপাত্র মো. জাফর আলী বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের মধ্যে কর্মচারীরা সবচেয়ে বেশি অবহেলিত। সম্প্রতি শিক্ষকদের নানা দাবি মেনে নেওয়া হলেও কর্মচারীদের কোনো দাবি মানা হয়নি। কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের কর্মচারীদের ১৫টি সংগঠন একত্রিত করে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে।
সংগঠনটির সহ-মুখপাত্র রাসেল মন্ডল বলেন, ‘কর্মচারীদের ঘারে ভর করে বিভিন্ন সময় বিভিন্ন দাবি আদায় করে নিয়েছে বিভিন্ন সংগঠন। অথচ কর্মচারীদের দাবিগুলোই আলোর মুখ দেখেনি। আমরা অন্যের দাবি আদায়ের সিঁড়ি হতে চাই না। এজন্য সকল কর্মচারী সংগঠনকে একত্রিত করে শিগগিরই আন্দোলন কর্মসূচির মাধ্যমে কর্মচারীদের দাবিগুলো আদায় করে নেওয়া হবে।